শেষ আপডেট: 21st October 2024 14:49
দ্য ওয়াল ব্যুরো: কখনও মেঘ সরিয়ে সূর্য উঁকিঝুঁকি মারলেও, মোটের উপর মেঘলা আকাশ গোটা দক্ষিণবঙ্গেই। ইতিমধ্যেই মৌসম ভবন জানিয়ে দিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আবহবিদরা মনে করছেন, মঙ্গলবার সকালের মধ্যে এই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে শক্তি বৃদ্ধি করবে। বুধবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের।
কাতারের দেওয়া 'দানা' নাম নিয়ে ইতিমধ্যেই ভয় দেখাতে শুরু করেছে এই ঘুর্ণিঝড়। আয়লা-আম্ফানের স্মৃতি ফিকে হয়নি এখনও। উপকূলের মানুষও তাই আতঙ্কের প্রহর গুনছেন। ঝড় কোথায় আছড়ে পড়বে, তা এখনও স্পষ্ট না হলেও আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, প্রতি ঘণ্টায় ১২০ থেকে ১৩৫ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়। তাই সমস্তরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে উপকূল এলাকায়। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সেইসঙ্গে যাঁরা গভীর সমুদ্রে মাছ ধরতে চলে গিয়েছেন তাঁদেরও সোমবার সন্ধের মধ্যে ফেরত আসতে বলা হয়েছে।
২০০৯ সালে আয়লার সময় ঝড়ের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার। সেই ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছিল বাংলার উপকূল এলাকা। আম্ফানের সময় ঝড়ের গতিবেগ ছিল আরও বেশি। ঘণ্টায় ১৫৫ কিলোমিটার। এই দু'টি ঝড়েই লন্ডভন্ড হয়ে যায় সুন্দরবন ও দিঘা উপকূল। তাই আবারও ঝড়ের পূর্বাভাসে সিঁদূরে মেঘ দেখছেন উপকূলের মানুষ। কখন আছড়ে পড়বে ঝড়, সেই আশঙ্কায় রাতের ঘুম গিয়েছে বাসিন্দাদের।
আবহাওয়া দফতরের পূর্বাভাস,দানার প্রভাবে একটানা তিনদিন ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে ঝড়। বাড়তে পারে সমুদ্র ও নদীর জলস্তর। তাই ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে সাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, বকখালি, পাথরপ্রতিমা ও রায়দিঘি এলাকায় মাইক নিয়ে প্রচার করা হচ্ছে। সাইক্লোন সেন্টার খোলা হয়েছে কাকদ্বীপ মহকুমার সাগর,কাকদ্বীপ, পাথরপ্রতিমা ও নামখানা ব্লকে। বাঁধের কাছাকাছি বসবাসকারীদের সাইক্লোন সেন্টারে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিভিল ডিফেন্স, এসডিআরএফ এবং এনডিআরএফকে প্রস্তুত রাখা হয়েছে।
বাঁধগুলিতে নজরদারি চালাচ্ছে সেচ দফতরের কর্মীরা। পঞ্চায়েত এবং ব্লক অফিসগুলোতে শুকনো খাবার, পানীয় জলের পাউচ এবং ত্রিপল মজুত করা হচ্ছে। দিঘা উপকূলেও সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। সব মিলিয়ে ঘূর্ণিঝড় 'দানা' যাতে প্রাণ ও সম্পত্তি হানি না ঘটাতে পারে তাঁরজন্য প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে।