শেষ আপডেট: 25th October 2024 11:07
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার রাতেই ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছিল ঘূর্ণিঝড় 'দানা'র। ল্যান্ডফলের প্রক্রিয়া সম্পূর্ণ হতে তিন থেকে চার ঘণ্টা লাগবে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে শুক্রবার সকাল সাড়ে ১০টার কিছু পরেই। হাওয়া অফিস জানিয়েছে, এখনই গতি অনেকটাই কমেছে ঘূর্ণিঝড়ের। বিকেল চারটের পর তা আরও দুর্বল হবে।
এই ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আজ সারাদিন। কিছু জায়গায় মূলত পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এছাড়া সমুদ্র উপকূলবর্তী এলাকা বিকেল চারটে পর্যন্ত উত্তাল থাকবে বলেই আভাস মিলেছে। শুক্রবার সারাদিন কলকাতার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কিছু অংশে ভারী বৃষ্টি হবে।
'দানা'র প্রভাবে কলকাতা সহ গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং বিশেষ করে উপকূলীয় পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টিপাত হচ্ছে ভোররাত থেকেই। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায়। আর অতিভারী বৃষ্টি সঙ্গে প্রবল ঝড়ের সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। ঘূর্ণিঝড়ের অভিমুখ পর্যবেক্ষণ করে ঝাড়গ্রামেও লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
উপকূলবর্তী অঞ্চলে এই ঘূর্ণিঝড়ের বর্তমান গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড় বইছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে শক্তি হারিয়ে তা এখন ‘সাধারণ’ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বিকেলের পর থেকে তার ক্ষমতা আরও কমে যাবে। হাওয়া দফতরের ইঙ্গিত, দুপুরের মধ্যে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা অতিক্রম করবে। তারপর এর অভিমুখ ছত্তীসগড় ও মধ্যপ্রদেশের দিকে হবে।
'দানা'র প্রভাব বাংলায় যে মারাত্মক পড়েছে এমনটা নয়। কিন্তু তার জেরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে শুক্রবার সকাল থেকে তাতে একাধিক এলাকা ইতিমধ্যে জলমগ্ন। বেহালা থেকে শুরু করে বালিগঞ্জ, কসবা সহ দক্ষিণ কলকাতার একাধিক এলাকা জলমগ্ন। সকাল থেকে রাস্তায় খুব বেশি দেখা মিলছে না বাস-অটোর। এদিকে, অনেক জায়গায় ঝড়ের কারণে গাছও ভেঙে পড়েছে। রাজ্যের একাধিক জেলায় এই ধরনের ছবি দেখা গেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি সারারাত নবান্নেই থাকবেন, ঘূর্ণিঝড়ের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। সেই মতো গতকাল রাত থেকে নবান্নেই রয়েছেন মুখ্যমন্ত্রী। রাত পেরিয়ে সকালেও কন্ট্রোল রুম থেকে তদারকি করছেন 'দানা' পরিস্থিতির।