শেষ আপডেট: 23rd October 2024 18:14
দ্য ওয়াল ব্যুরো: দানার প্রভাবে ইতিমধ্যে রাজ্যজুড়ে ঝোড়ো হাওয়া সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে তা আরও বাড়বে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার ভোর সাড়ে পাঁচটায় পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে দানা! ক্রমশই এগিয়ে আসছে স্থলভাগের দিকে। আগামীকাল বৃহস্পতিবার থেকে তা আরও ভয়ঙ্কর আকার ধারন করবে।
এখন ঠিক কোথায় অবস্থান করছে দানা? বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক থেকে আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক হাবিবুর রহমান জানালেন, সাগরদ্বীপ থেকে ৫৭০ কিমি দূরে, পারা দ্বীপ থেকে ৪৯০ কিমি এবং ধামরা থেকে ৫২০ কিমি দূরে রয়েছে দানা। এটি ক্রমশ: উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। বৃহস্পতিবার থেকে ঝড় আরও তীব্রতর হবে।
২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে উত্তর ওড়িশা ও সাগরদ্বীপের মাঝামাঝি জায়গা ওড়িশার ভিতর-কণিকা ও ধামরার মধ্যে এটি ল্যান্ডফল করার কথা।
এর প্রভাবে মঙ্গলবার থেকেই বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে রাজ্যের একাধিক জেলায়। এদিন সন্ধে থেকে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় হাল্কা ও মাঝারি বৃষ্টি হবে। ২৪ তারিখ ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায়। বৃষ্টির পরিমাণ হতে পারে ২০ মিলিমিটার। একইভাবে ২৫ অক্টোবরও সংশ্লিষ্ট জেলাগুলির পাশাপাশি ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া হুগলি, উত্তর ২৪ পরগনা জেলায়।
২৬ অক্টোবর থেকে অন্যান্য জেলায় বৃষ্টির পরিমাণ কমলেও দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে।