শেষ আপডেট: 18th October 2024 15:18
দ্য ওয়াল ব্যুরো: আগামী সপ্তাহে রাজ্যে বৃষ্টির পরিমাণ যে বাড়বে তা আভাস আগেই দিয়েছে আবহাওয়া দফতর। এমনটাই পূর্বাভাস মিলেছে যে, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তাহলে কি কালীপুজোর আগে ফের ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বাংলায়? এমন সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। হাওয়া অফিস ইঙ্গিত দিয়েছে, বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা'।
৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিবর্তন ঘটবে। শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ দেখা গেছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হালকা বৃষ্টিও হয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকার অনেকাংশে। আগামী সোমবারের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কারণ দুদিনের মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। তার অভিমুখ থাকবে উত্তর ও উত্তর-পশ্চিম অর্থাৎ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর। এর জেরেই বৃষ্টি বাড়বে বাংলায়।
এই ঘূর্ণিঝড় এলেই তার নাম হবে 'দানা'। আবহবিদরা বলছেন, আগামী ২৪ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করতে পারে। অন্ধ্র-ওড়িশা সীমান্ত থেকে বাংলাদেশের মধ্যে কোনও জায়গায় তার ল্যান্ডফল হবে। সুতরাং, এর ফলেই বাংলায় কালীপুজোর আগে দুর্যোগের সম্ভাবনা তৈরি হচ্ছে। যদিও এই ঘূর্ণিঝড়ের গতিপথ ও ক্ষমতা নিয়ে বিস্তারিতভাবে এখনও কিছু জানায়নি আবহাওয়া দফতর।
এদিকে আগামী ক'দিন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় উঁচু ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ না করা হলেও সমুদ্র সৈকতে থাকা লোকজনকে সতর্ক করা হয়েছে। ইঙ্গিত মিলেছে, ৫ ফুট বা তার বেশি উচ্চতার ঢেউ দেখা যেতে পারে।
আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে নতুন করে ধস নামা বা প্লাবনের কোনও সতর্কতা নেই।