শেষ আপডেট: 21st October 2024 10:37
দ্য ওয়াল ব্যুরো: আবার ভারী বৃষ্টির দেখা মিলবে বাংলায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলতি সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একই সঙ্গে বলা হয়েছে, উত্তাল হবে সমুদ্র তাই মৎস্যজীবীদের সাগরে যেতে আপাতত নিষেধ করা হয়েছে।
উত্তর আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত সোমবার নিম্নচাপে পরিণত হবে। মঙ্গলবার তা আরও গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা। তারপর সেটিই ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে শক্তি বাড়িয়ে ওড়িশা থেকে বাংলাদেশের যে কোনও উপকূলে ল্যান্ডফল করবে বলেই আভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবারের মধ্যেই এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তার নাম হবে 'দানা'।
দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকলেও 'দানা'র জেরে বুধবারের পর থেকে তার বদল ঘটতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারের মধ্যে একাধিক জেলায় ভারী বৃষ্টিও হবে। হাওয়া অফিস বলছে, বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে। পরবর্তী কয়েকদিন বৃষ্টি চলবে মূলত ওড়িশা ও উপকূলের জেলাগুলিতে। এরই মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া দিলে তার গতিবেগ প্রতি ঘন্টায় ১২০ কিলোমিটার সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের!
চলতি সপ্তাহে বুধবার থেকে শুক্রবার কলকাতাতে হালকা-মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। তাছাড়া দিনভর শুষ্ক আবহাওয়া থাকবে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২ থেকে ৯৪ শতাংশ।
দক্ষিণের মতো উত্তরবঙ্গেও কার্যত এমন পরিস্থিতি তৈরি হবে। দার্জিলিং থেকে মালদহ, সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে বুধবার থেকে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলায়। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।