শেষ আপডেট: 1st May 2024 12:43
দ্য ওয়াল ব্যুরো: গরম বেড়েই চলেছে। রাস্তায় বেরোলে ঝলসানো রোদ। গরমে ঘেমে নেয়ে একসা। ফ্যান বা এসি ছাড়া এখন গতিই নেই। লোডশেডিংও ভোগাচ্ছে। যখন তখন বিদ্যুৎ-বিভ্রাট, কারেন্ট অফ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ দফতরের নাম করে প্রতারণা শুরু হয়ে গেছে। বিল মেটানোর জন্য বিদ্যুৎ দফতরের নাম করে ভুয়ো ফোন আসছে অনেকেরই। সেই জালে পা দিয়ে প্রচুর টাকা খুইয়েছেন অনেকেই।
সাইবার প্রতারণার এক নতুন পদ্ধতি বেছে নিয়েছে প্রতারকরা। এই প্রতারণা চক্র থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police)। সচেতনতার প্রচারে অভিনব পদ্ধতি নিয়েছে রাজ্য পুলিশ।
ফেলুদাকে ফলো করুন! #CyberSecurity #WBP pic.twitter.com/t21x9AGRWE
— West Bengal Police (@WBPolice) May 1, 2024
এমনতিও কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ সাইবার সচেতনতার জন্য নানারকম অভিনব পদ্ধতি নিয়ে থাকে। দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত এমন নানা উদাহরণও তুলে ধরে। এবার সচেতনতার প্রচারে ফেলুদার মগজাস্ত্রের সাহায্য নিয়েছে রাজ্য পুলিশ। প্রতারণা থেকে বাঁচতে পুলিশের পরামর্শ ‘ফেলুদাকে ফলো করুন, মগজাস্ত্রে শান দিন।’
গরমে নাজেহাল মানুষ। সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে প্রতারকরা। পুলিশ জানাচ্ছে, অনেকের ফোনেই ভুয়ো কল আসছে। সেখানে বিদ্যুৎ দফতরের আধিকারিক পরিচয় দিয়ে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে দ্রুত টাকা না মেটালে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে। আবার অনেককে বলা হচ্ছে, অতিরিক্ত অনেক টাকা বিল জমা হচ্ছে, সেই টাকা না ফেরালে কারেন্ট কেটে দেওয়া হবে। বিভ্রান্ত হয়ে অনেকেই প্রতারকদের কথা মতো বিল পেমেন্ট করতে গিয়ে ফেঁসে গিয়েছেন।
সোশ্যাল মিডিয়া পোস্টে একটি ভিডিও শেয়ার করে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে লেখা হয়েছে, 'ফেলুদাকে ফলো করুন'। এরপরেই 'জয় বাবা ফেলুনাথ' ছবির সেই কালজয়ী দৃশ্য তুলে ধরা হয়েছে, যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়রুপী ফেলুদার সামনে উৎপল দত্ত। ছবির সংলাপ, 'আপনি সত্য বলছেন কিনা তা আমাকে তদন্ত করে দেখতে হবে।' অপর প্রান্তে মগনলালের ভূমিকায় উৎপল দত্তের প্রশ্ন, 'আমি মিথ্যে কথা বলছি?' পালটা ফেলুদার জবাব, 'সত্যির উল্টো তো মিথ্যেই হয়।'
পুলিশের পরামর্শ, সত্যি মিথ্যে যাচাই করুন ঠান্ডা মাথায়। ভুয়ো ফোনের হুমকিতে ঘাবড়ে না গিয়ে পুলিশকে সব জানান।