শেষ আপডেট: 24th September 2023 07:39
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় লগ্নি আনার কারণে স্পেন ও দুবাই সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার সন্ধ্যায় কলকাতায় পা দেন তিনি। কলকাতা বিমানবন্দরে নেমে মমতা বলেন, 'বিদেশ সফর সফল হয়েছে। অনেক বড় বড় চুক্তি হয়েছে।' সূত্রের খবর, গতকাল রাতেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। বিদেশ সফর কেমন হল, সেটাই চিঠি লিখে জানতে চেয়েছেন রাজ্যপাল, এমনই খবর রাজভবন সূত্রে।
পর্যবেক্ষকদের মতে, কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বিদেশ সফরে যান, তবে রাজ্যপাল তাঁকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দেন। ফিরলে খোঁজ নেন। এটা পুরোটাই সাংবিধানিক রীতিনীতি। যদিও শনিবারের চিঠি প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনও পক্ষই মুখ খোলেননি। এই চিঠি শুধুই সৌজন্য নাকি তাতে অন্য কোনও বিষয় রয়েছে তা জানা যায়নি।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের আগে রাজ্যপালের জোড়া চিঠি নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সূত্রের খবর ছিল, ওই জোড়া চিঠির মধ্যে একটি নাকি মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছিল। কিন্তু চিঠির বিষয়বস্তু কী ছিল তা এখনও অস্পষ্ট। কেউই এই চিঠির ব্যাপারে কিছু জানাননি।
মুখ্যমন্ত্রী বিদেশ সফরকালীন ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে উঠেছিল। বিধানসভার পরিবর্তে ধূপগুড়ির বিধায়কের শপথগ্রহণের অনুষ্ঠান রাজভবনে করতে চান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এজন্য সম্প্রতি সরাসরি ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়কে রাজ্যপাল ফোনও করেছেন নাকি। শনিবার তাঁকে রাজভবনে ডাকা হয়েছিল। যদিও নির্মলবাবু যাননি রাজভবনে। রাজ্যের শাসক দলের বক্তব্য ছিল, মুখ্যমন্ত্রী বিদেশ সফর সেরে ফিরলেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: রাজনীতিতে 'আবার প্রলয়', ৭২ ঘণ্টার মধ্যেই ভোলবদল নন্দীগ্রামের বিজেপি নেতার