শেষ আপডেট: 4th December 2023 19:53
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা ২৪ ডিসেম্বর। হাতে মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু এখনও পর্যন্ত এই অনুষ্ঠানের অনুমতি মিলল না রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসের থেকে। যার জেরে থমকে গেছে অনুষ্ঠানের প্রস্তুতি। এমনকী এবারের সমাবর্তনের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ!
শুধু রাজ্যপাল নয়, এবারের সমাবর্তন নিয়ে আপত্তি জানিয়েছে রাজ্য সরকারও। রাজ্যের যুক্তি, দেশের শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী অন্তর্বর্তীকালীন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন না। সেদিক থেকে সমাবর্তন অনুষ্ঠান নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউয়ের।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, নিয়ম অনুযায়ী সমাবর্তন অনুষ্ঠানে জন্য আচার্যের অনুমতি নিতে হয়। সেই মতো অনুমতি চেয়ে রাজভবনে চিঠিও পাঠানো হয়েছে। কিন্তু রাজ্যপাল এখনও পর্যন্ত তাতে সাড়া দেননি।
সমাবর্তন অনুষ্ঠানের যাবতীয় সিদ্ধান্তের জন্য 'কোর্ট' বৈঠক করতে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তবে বৈঠক করার অনুমতিও দিয়ে থাকেন রাজ্যপাল। এবার সেই বৈঠকের জন্য অনুমতি দেননি বোস। বৈঠক না হলে সমাবর্তন অনুষ্ঠানের প্রশ্নই উঠছে না!
কেন আপত্তি জানিয়েছেন রাজ্যপাল? রাজভবন সূত্রে খবর, ছাত্র মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অবস্থানে অসন্তুষ্ট সিভি আনন্দ বোস। এমনকী ওই মর্মান্তিক ঘটনার পরেও বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি রাগিংয়ের অভিযোগ সামনে এসেছে। সবমিলিয়ে বিশ্ববিদ্যালয়ের ভূমিকায় খুশি নন আচার্য। আর সেই কারণেই 'কোর্ট' বৈঠকের অনুমতি দেননি তিনি।
ছাত্র মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়কে কড়া পদক্ষেপ করতে বলেছিলেন রাজ্যপাল। কিন্তু দেখা গেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও সেই নির্দেশ পালন করেনি। শুধুমাত্র অভিযুক্তদের বিশ্ববিদ্যালয়ে ঢোকা বন্ধের নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, তাতেই ক্ষুব্ধ রাজ্যপাল।