Date : 18th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Viral Video: ফ্লাইটে চাদর পেতে চলল তাস খেলা! ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটপাড়াবেঙ্গালুরুতে আবাসনের নিকাশি থেকে বেরিয়ে এল মাথার খুলি-হাড়গোড়! চক্ষু চড়কগাছ কর্মীদেরUPSC NDA & CDS II 2025: বাড়ল সময়সীমা, হাতে মাত্র ২ দিন, জেনে নিন কীভাবে আবেদন করবেনরিজার্ভ ব্যাঙ্কের মাধ্যমে চার হাজার কোটি টাকার ঋণ নিল নবান্ন ওবিসি-বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট, কী বললেন মমতা? তারকেশ্বর মন্দিরের কৌশলেই দিঘায় রথের ভিড় সামলানোর ভাবনা প্রশাসনের, কী সেই কৌশল?নির্বাচন কমিশন কি বিজেপির হয়ে কাজ করছে? কালীগঞ্জের উপ নির্বাচন নিয়ে বড় প্রশ্ন চন্দ্রিমারএখনও পর্যন্ত ভর্তি পোর্টালে কতজন নথিভুক্ত হলেন, কটি আবেদন জমা পড়ল? তথ্য দিলেন ব্রাত্যপ্রতিদিন খালি পেটে ভেজানো কিশমিশ, আপনার শরীর ভাল রাখার গোপন টনিক, কী বলছেন বিশেষজ্ঞরা৩ হাজার টাকা দিলেই সারাবছর টোল ফ্রি যাতায়াত! ফাস্টট্যাগে বিরাট সুবিধা নিয়ে হাজির কেন্দ্র
Anubrata Mondal-Jyotipriya Mallik

ফ্রি হ্যান্ড পেলেন না জেল ফেরত অনুব্রত! বালুর ভাগ্যে কি শিকে ছিঁড়বে?

শুক্রবার জেলা ভিত্তিক সভাপতি এবং চেয়ারম্যানদের নামের তালিকা প্রকাশ করেছে তৃণমূল (Tmc district presidents list)।

ফ্রি হ্যান্ড পেলেন না জেল ফেরত অনুব্রত! বালুর ভাগ্যে কি শিকে ছিঁড়বে?

গ্রাফিক্স দ্য ওয়াল।

শেষ আপডেট: 16 May 2025 21:27

দ্যা ওয়াল ব্যুরো: শুক্রবার জেলা ভিত্তিক সভাপতি এবং চেয়ারম্যানদের নামের তালিকা প্রকাশ করেছে তৃণমূল (Tmc district presidents list)। তবে তাৎপর্যপূর্ণভাবে বীরভূমে জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়নি। পরিবর্তে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) জেলে যাওয়ার পর জেলা পরিচালনার জন্য যে কোর কমিটি গঠন করা হয়েছিল, এবারেও সেই কোর কমিটির হাতেই ছাড়া হয়েছে জেলার দায়িত্ব। কোর কমিটিতে অনুব্রত ছাড়াও আরও ছ'জনকে রাখা হয়েছে। যা থেকে স্পষ্ট, জেলে যাওয়ার আগে পর্যন্ত জেলায় তিনি একাই যে ভাবে সব সিদ্ধান্ত নিতে পারতেন, সেটা এখন আর হবে না। অর্থাৎ আগের মতো ফ্রি হ্যান্ড আর থাকবে না কেষ্ট মণ্ডলের।

তবে এখনও আশার আলো দেখছেন আর এক জেল ফেরত নেতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা উত্তর ২৪ পরগনার প্রাক্তন জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallik) অনুগামীরা। কারণ, এদিন উত্তর ২৪ পরগনার বসিরহাট, দমদম-ব্যারাকপুর, বনগাঁ সাংগঠনিক জেলার জন্য সভাপতি ও চেয়ারম্যানদের নাম প্রকাশ করা হলেও বারাসত সাংগঠনিক জেলার সভাপতি ও চেয়ারম্যানের নাম পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে বালুর ভাগ্যে শিকে ছিঁড়তে পারে বলে মনে করছেন তাঁর অনুগামীরা।

২০২২ সালের ১১ অগস্ট গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। অন্যদিকে রেশন দুর্নীতি মামলায়  ২০২৩ সালের ২৭ অক্টোবর বালুকে গ্রেফতার হয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দীর্ঘ সময় জেল খাটার  পর দু'জনেই জামিনে মুক্ত। দু'জনেই জেলাস্তরে রাজনৈতিক কাজকর্মও শুরু করেছেন। ফলে জামিনে মুক্তির পর তাঁরা পদাধিকার ফিরে পান কিনা, তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল ছিলই।

বাস্তবে অবশ্য দেখা গেল, কেষ্টকে আর আগের মতো ফ্রি হ্যান্ড দেওয়া হল না। পরিবর্তে আশিস বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যান করে সাত জনের কোর কমিটি করা হয়েছে। যেখানে অনুব্রত, আশিসের পাশাপাশি রয়েছেন কাজল শেখ, অভিজিৎ সিনহা, বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা এবং সুদীপ্ত ঘোষ। কেষ্ট-কাজলের 'সাপে নেউলে' সম্পর্ক জেলা রাজনীতিতে সর্বজন বিদিত। 

দলীয় সূত্রের খবর, বিকাশ রায় চোধুরী ও সুদীপ্ত ঘোষ সরাসরি কেষ্ট অনুগামী হিসেবে পরিচিত। তবে বাকিরা মধ্যপন্থা নিয়ে চলছেন। যার অর্থ কোর কমিটিতে থাকলেও কেষ্টকে এখন একা ছড়ি ঘোরাতে পারবেন না।

এ প্রসঙ্গে দলের একাংশ 'কালার ফুল বয়' হিসেবে পরিচিত মদন মিত্রর উদাহরণ টেনে আনছেন। একসময় রাজ্যের প্রাক্তন ক্রীড়া ও পরিবহণ মন্ত্রী ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তবে সারদা চিট ফাণ্ড কাণ্ডে জেলে যাওয়া এবং জেল মুক্তির পর মদনকে আর মন্ত্রিসভায় ফেরাননি মুখ্যমন্ত্রী। দলেরও কোনও গুরুত্বপূর্ণ পদে ফেরাননি। বালুর ক্ষেত্রে ব্যতিক্রম কিছু হয় কিনা, তা নিয়েও কৌতূহল রয়েছে।

কারণ, বাংলায় তৃণমূল সরকার গঠনের পর থেকেই মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে ছিলেন বালু। উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি থাকার পাশাপাশি খাদ্য মন্ত্রী ছিলেন তিনি। তবে একুশের বিধানসভা ভোটের পর তাঁর দায়িত্ব অনেকটাই কমিয়ে দেওয়া হয়। জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় বালুকে। সেই সঙ্গে মন্ত্রিসভাতেও তাঁর কদর কমে। খাদ্য দফতর থেকে বন দফতরে পাঠিয়ে দেওয়া হয় তাঁকে। এহেন বালুকে ইডি হেফাজতে নেওয়ার পরও কিছুদিন তাঁকে মন্ত্রিসভা থেকে সরানো হয়নি। পরে বালুকে মন্ত্রিসভা থেকে সরিয়ে বন দফতরের প্রতি মন্ত্রী বীরবাহা হাঁসদাকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতি মন্ত্রী করা হয়। জেল মুক্তির পর এখনও পর্যন্ত মন্ত্রিসভায় জায়গা হয়নি। দলের পদ পান কিনা, সময়েই মিলবে তার সদুত্তর।


ভিডিও স্টোরি