শেষ আপডেট: 12th March 2025 16:12
দ্য ওয়াল ব্যুরো: ওবিসি সার্টিফিকেট (OBC Certificate Case) বাতিল মামলায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ভুল স্বীকার করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant)। শুধু তাই নয়, আদালতে এও জানালেন এই ভুল ভবিষ্যতে হবে না। নির্দেশ থাকা সত্ত্বেও কীভাবে নিয়োগ হল, এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতে ভার্চুয়ালি হাজিরা দিয়ে সেই ইস্যুতেই ভুল মেনে নিলেন মুখ্যসচিব।
২০২৪ সালের ২২ মে হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ২০১০ সালের পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হিসেবে গণ্য হবে। কিন্তু অভিযোগ ওঠে, সেই নির্দেশ অমান্য করে রাজ্য সরকার ওবিসি সার্টিফিকেট ব্যবহার করে নিয়োগপ্রক্রিয়া চালাচ্ছে। বিষয়টি নজরে আসতেই রাজ্যের মুখ্যসচিবকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। সেই প্রেক্ষিতেই ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন মনোজ পন্থ।
এই মামলায় আইনজীবী সুবীর সান্যাল দাবি করেন, রায়গঞ্জ ও বাঁকুড়াতে নিয়োগের ক্ষেত্রেও সংশয় তৈরি হয়েছে। আদালতের রায়ের ফলে অনেক ক্ষেত্রে ধারণা তৈরি হয়েছে যে নিয়োগের ক্ষেত্রে এর কুপ্রভাব পড়বে। এরপরই মুখ্যসচিবের উদ্দেশে বিচারপতি রাজা শেখর মান্থা বলেন, 'রাজ্যের শীর্ষ আদালতের নির্দেশ যদি রাজ্য প্রশাসনের উচ্চতর কর্তৃপক্ষ না মানেন তাহলে তা খুবই দুঃখজনক। আপনি সবচেয়ে বড় আধিকারিক আর আপনার লোকই নিয়ম মানছেন না। এটা আদালতের খারাপ লাগছে। আর এইভাবে আপনাকে আদালতে হাজিরা দিতে বলাও দুঃখজনক ব্যাপার।' প্রতিক্রিয়ায় মুখ্যসচিব আশ্বাস দেন যে এবার থেকে সতর্ক থাকবেন।
শুনানিতে মুখ্যসচিব এও জানান, আদালতের নির্দেশের পর দুটি নোটিসের মাধ্যমে সমস্ত বিভাগকে অবগত করা হয়েছিল। তবে কোনও ক্ষেত্রে ব্যাখ্যামূলক ভুল হয়ে থাকতে পারে। তাই এখনও পর্যন্ত আদালতের নির্দেশ মানা হয়নি। তবে কোনও সংশয় নেই যে আদালতের নির্দেশ কার্যকর না হওয়া পর্যন্ত কোনও নিয়োগ হবে না। মুখ্যসচিবের বক্তব্য শোনার পর তাঁর বক্তব্য হলফনামা আকারে জানানোর নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।