দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে নিহত এক সিআরপিএফ জওয়ান। পুলিশ জানিয়েছে, নিহত জওয়ানের নাম নাসির আহমেদ। জানা গিয়েছে, ছুটি কাটাতে বাড়ি এসেছিলেন তিনি। পুলওয়ামার নায়রা এলাকায় তাঁর বাড়িতে ঢুকেই কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। বাঁচানো যায়নি ওই জওয়ানকে। এই ঘটনার পর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ওই এলাকা। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
তবে এটাই প্রথম নয়। গত ২১ জুলাই জম্মু ও কাশ্মীর পুলিশের কনস্টেবল সালেম আহমেদ শাহকে অপহরণ করে জঙ্গিরা। কাঠুয়াতে ট্রেনিংয়ে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ছুটি নিয়ে কুলগামে এসেছিলেন বাড়িতে। তাঁর বাড়ি থেকেই অপহৃত হন সালেম। ২২ জুলাই কুলগামের কোইমো ঘাত এলাকা থেকে উদ্ধার হয় তাঁর গুলিবিদ্ধ দেহ।
সোপিয়ান থেকে অপহরণ করা হয় পুলিশ কর্মী জাভেদ দারকে। চলতি মাসেরই ৬ তারিখ কুলগাম থেকে উদ্ধার হয় তাঁর দেহ।
জুন মাসের ১৪ তারিখ পুলওয়ামা থেকে উদ্ধার করা হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর জওয়ান ঔরঙ্গজেবের গুলিবিদ্ধ দেহ। ঈদের ছুটিতে বাড়ি আসছিলেন ওই জওয়ান। সেই সময় প্রকাশ্য দিবালোকে অপহরণ করা হয়েছিল তাঁকে। তারপর খুন করে তাঁর দেহ ফেলে রেখে যায় দুষ্কৃতীরা।