Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
মহাকাশে শূন্য অভিকর্ষে দিব্যি চুলও কেটেছেন শুভাংশু! ফেরার পরে ভাইরাল সেই বিরল ভিডিও'নিজেদের বাঁচাতে জল ছেড়ে দিচ্ছে, আর বাংলা ডুবছে', ডিভিসির ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী‘শুধু মহাকাশই ছোঁননি, ভারতের স্বপ্নকে পৌঁছে দিয়েছেন আরও উঁচুতে’, শুভাংশুর প্রশংসায় রাজনাথকুয়ো থেকে উদ্ধার পাটনার যুবকের দেহ, রবিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা রোজভ্যালি: শেঠ কমিটির কাজ নিয়ে প্রশ্ন হাইকোর্টের, 'মানুষ জানতে চায় আসল সত্য'আরও কিছু প্রশ্ন রয়েছে! অনুব্রত-কাণ্ডে বীরভূমের পুলিশ সুপারকে ফের তলব জাতীয় মহিলা কমিশনের২০২৮ লস এঞ্জেলেস অলিম্পিক্সের ক্রিকেটের ফাইনাল ২৯ জুলাই কৌশিক গঙ্গোপাধ্যায়কেও থামিয়ে দিল অহনার মুখ‘মিশন সফল হওয়ায় দারুণ লাগছে', শুভাংশুর সাফল্যে গর্বিত বাবা শম্ভু দয়াল শুক্লাঋণের দায়ে ভয়াবহ পরিণতি! আসানসোলে বিষ খাইয়ে মা ও তিন পোষ্যকে 'খুন', আত্মহত্যার চেষ্টায় তরুণ

ঝাড়খণ্ডে সিআরপিএফের ক্যাম্পে গুলি, দুই অফিসারকে ঝাঁঝরা করে দিল কনস্টেবল

দ্য ওয়াল ব্যুরো: সোমবারের রাত। বোকারোর সিআরপিএফের ২২৬ ব্যাটেলিয়ন ক্যাম্পে আচমকাই এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করলেন এক কনস্টেবল। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি লেগে লুটিয়ে পড়লেন এক কম্যান্ডান্ট। গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন আরও এক সাব-ইন্সপেক্

ঝাড়খণ্ডে সিআরপিএফের ক্যাম্পে গুলি, দুই অফিসারকে ঝাঁঝরা করে দিল কনস্টেবল

শেষ আপডেট: 9 December 2019 13:00

দ্য ওয়াল ব্যুরো: সোমবারের রাত। বোকারোর সিআরপিএফের ২২৬ ব্যাটেলিয়ন ক্যাম্পে আচমকাই এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করলেন এক কনস্টেবল। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি লেগে লুটিয়ে পড়লেন এক কম্যান্ডান্ট। গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন আরও এক সাব-ইন্সপেক্টর। বোকারোতে নির্বাচনী কাজে কর্তব্যরত দুই অফিসারকে গুলি করে মারার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সিআরপিএফের ওই কনস্টেবলকে। সেনা সূত্রে খবর, কী কারণে ওই কনস্টেবল এমন করলেন সেটা এখনও অজানা। তাঁকে জেরা করা চলছে। তবে ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। সহকর্মীদের গালিগালাজ করছিলেন। আচমকাই ঊর্ধ্বতন অফিসারদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দেন।

আরও পড়ুন: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানীতে, দাউদাউ করে জ্বলছে দিল্লির আসবাব বাজার

সিআরপিএফের তরফে জানানো হয়েছে, কনস্টেবল দীপেন্দ্র যাদব গুলি করে খুন করেছেন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট শাহুল হরসনকে।  মৃত্যু হয়েছে একজন সাব ইন্সপেক্টরেরও। গুলিতে জখম আরও দুই জওয়ান। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছে সিআরপিএফ।

আরও পড়ুন: মধ্যরাতে লোকসভায় পাশ নাগরিকত্ব বিল, পক্ষে ভোট ৩১১, বিপক্ষে ৮০

সেনা ছাউনিতে সহকর্মীদের গুলি করে খুন করার ঘটনা আগেও বহুবার হয়েছে। সোমবারই ছত্তীসগড় আর্মড ফোর্সের এক কনস্টেবল গুলি করে খুন করে তাঁর কোম্পানি কম্যান্ডান্টকে। তারপর আত্মঘাতী হন সেই কনস্টেবল। সিআরপিএফ সূত্রে জানা যায়, ভোটের ডিউটিতে গিয়েছিলেন তাঁরা। সেখানেই বিক্রম রাজওয়াড়ে নামে ওই কনস্টেবল গুলি করে খুন করেন কমান্ড্যান্টকে। এর আগে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের এক জওয়ান গুলি করে খুন করে পাঁচ সহকর্মীকে। ছত্তীসগড়ের নারায়ণপুরে ঘটেছিল সেই ঘটনা। গুলি চালনার ঘটনায় অভিযুক্ত জওয়ানও আত্মঘাতী হন।

ভিডিও স্টোরি