Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
স্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কেরসৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা‘তুমিই আমায় পূর্ণ করেছ!’ আলকারাজ-সিনারের দ্বৈরথের আড়ালে রয়েছে তীব্র প্যাশন, অটুট শ্রদ্ধা
Patharpratima

পাথরপ্রতিমার পুকুরে কুমির! এক মাসে দু'বার, ভয়ে জলে নামছেন না এলাকাবাসী, ঘরেই সারছেন স্নান

৬ জুনের পর ৩০ জুন! এক মাসের মধ্যে দু' দুবার একই পুকুরে দেখা মিলল কুমিরের।

পাথরপ্রতিমার পুকুরে কুমির! এক মাসে দু'বার, ভয়ে জলে নামছেন না এলাকাবাসী, ঘরেই সারছেন স্নান

এআই গ্রাফিক্স।

শেষ আপডেট: 1 July 2025 14:58

দ্য ওয়াল ব্যুরো: ৬ জুনের পর ৩০ জুন! এক মাসের মধ্যে দু' দুবার একই পুকুরে দেখা মিলল কুমিরের (Crocodiles)। ইতিমধ্যে কুমিরটিকে খাঁচাবন্দি করে নিয়েও গিয়েছেন বন দফতরের কর্মীরা। কিন্তু কিছুতেই আতঙ্ক কাটছে না গ্রামবাসীদের।

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা (Patharpratima) ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম। গ্রামের মধ্যে বড় পুকুর। সেখানেই স্নান সারেন বাসিন্দারা। সোমবার সন্ধ্যেয় সেই পুকুর থেকেই ফের উদ্ধার হয়েছে কুমির। আতঙ্কে গ্রামের আর কেউ জলে নামার সাহস দেখাচ্ছেন না। পরিবর্তে বাড়িতেই সারছেন স্নান।

গ্রামবাসীরা জানিয়েছেন, গত এক মাস আগে ১ জুন একই পুকুর থেকে আরেকটি স্ত্রী কুমির ধরা পড়েছিল। সেবার কুমিরটির সঙ্গে পুকুরপাড়ে ৪০টি কুমিরের ডিমও উদ্ধার করা হয়েছিল। বন দফতরের কর্মীরা সেটি নদীতে ছেড়ে দিয়ে এসেছিলেন। অনুমান, ওই ডিমের টানেই কুমিরটি দীর্ঘ পথ পেরিয়ে আবার ফিরে এসেছে।

স্থানীয় বাসিন্দা হরিহর বেরা জানিয়েছেন, ‘‘ছোট থেকেই এই পুকুরে স্নান করি। বাথরুমে স্নান করার অভ্যাস নেই। কিন্তু এখন তো পুকুরে নামার সাহসই পাচ্ছি না।’’ একই সুর এলাকার অন্য বাসিন্দাদের গলায়। আতঙ্কে কেউ আর পুকুরে নামছেন না। বাড়িতেই স্নান সেরে নিচ্ছেন।

মঙ্গলবার সন্ধ্যেয় গ্রামের পুকুরে কুমির ভেসে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন বন দফতরকে। রামগঙ্গা রেঞ্জের কর্মীরা এসে দীর্ঘ চেষ্টার পর সন্ধ্যা নাগাদ কুমিরটিকে জালবন্দি করেন। বন দফতরের রেঞ্জ অফিসার কবীর হোসেন জানিয়েছেন, ‘‘এবার ধরা পড়া কুমিরটিকেও নদীতে ছেড়ে দেওয়া হবে। তবে এটি একই কুমির কি না, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।’’

গ্রামবাসীদের প্রশ্ন, কেন একই পুকুরে বারবার কুমির এসে পড়ছে? বন দফতরের তরফে জানানো হয়েছে, পুকুরের আশপাশে নজরদারি বাড়ানো হবে এবং ভবিষ্যতে এধরনের ঘটনা ঠেকানোর চেষ্টা করা হবে। তবে এই মুহূর্তে আতঙ্ক কাটাতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী।


ভিডিও স্টোরি