শেষ আপডেট: 30th August 2023 17:59
দ্য ওয়াল ব্যুরো: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) হলেন মেজাজী বাদশা। তিনি কখন কী করেন, কেউ জানে না। তিনি যে সমর্থকদের মন অনায়াসে জিততে পারেন, সেটি আগেও দেখা গিয়েছে। আবারও দেখা গেল সৌদি লিগে আল নাসেরের হয়ে হ্যাটট্রিক করার পরে।
খেলা শেষে সমর্থকদের হর্ষধ্বনির মধ্যে যখন বাড়ি ফিরছিলেন গাড়ি করে। সেইসময় দেখেন এক দৃষ্টিহীন কিশোরী তাঁর নাম ধরে উচ্ছ্বাস দেখাচ্ছেন। তিনি গাড়ি থেকে নেমে গাল টিপে আদর করেন ওই বিশেষভাবে সক্ষম কিশোরীকে।
খেলার সময় দেখা গিয়েছে গ্যালারি থেকে সমানে রোনাল্ডোর (Cristiano Ronaldo) নাম করে চিৎকার করছিল মেয়েটি। সেও ভাবতে পারেনি খেলা শেষে তার হিরো সামনে হাজির হয়ে ছবি তুলবেন। দেবেন সই করা একটি বল ও জার্সিও।
সৌদি প্রো লিগে আল ফাতের বিরুদ্ধে ৫-০ গোলে জেতে আল নাসের। হ্যাটট্রিক করেন রোনাল্ডো। সেই ম্যাচে হ্যাটট্রিক করে রেকর্ডও গড়েছেন তিনি। তিনি প্রতি ম্যাচেই নিজেকে ছাপিয়ে যাচ্ছেন। দুই ম্যাচে ৫টি গোল হয়ে গেল সিআর সেভেনের।
এদিন অবশ্য ম্যাচের বাইরে অন্যভাবেও খবরে চলে এলেন পর্তুগিজ তারকা (Cristiano Ronaldo)। তিনি এবার মানবিক হয়ে ওই কিশোরীর আবেদনের পূর্ণ মর্যাদা দিয়েছেন। সেই ভিডিও নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে। আপ্লুত কিশোরী রোনাল্ডোকে বলেছেন, ‘আমি তোমার সবচেয়ে বড় ফ্যান।’
কিশোরীকে জড়িয়ে ধরে রোনাল্ডোও পালটা বলেছেন, ‘আজ মনে হয় তোমার জন্যই ভাগ্যের সাহায্য পেয়েছিলাম, তাই নজির গড়তে পেরেছি।’ এত বড় তারকা হয়েও মনটা যে ফুলের মতো, সেটি আরও একবার প্রমাণ করলেন গোলার্ধের নামী তারকা।
আরও পড়ুন: এশিয়া কাপে ২৩৮ রানে জয় পাকিস্তানের, অনবদ্য সেঞ্চুরিতে বাবরের সামনে শুধু আনোয়ার