শেষ আপডেট: 30th January 2025 21:48
দ্য ওয়াল ব্যুরো: তাসের ঘরের মতো শহর কলকাতায় একের পর এক বাড়ি হেলে পড়ছে। সেই আতঙ্কের রেশ পৌঁছল হুগলির শ্রীরামপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে। এবিষযে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে।
ওই মামলাতেই তথ্য গোপনের অভিযোগে প্রোমোটার সংস্থাকে এক লক্ষ টাকা আর্থিক জরিমানা করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
আবেদনকারীর আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান, হুগলির শ্রীরামপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে এসসি ঘোষ লেনের একটি বেসরকারি আবাসন নির্মাণ শুরু হতেই তার পার্শ্ববর্তী বেশ কিছু বাড়িতে ফাটল দেখতে পাওয়া যায়। এলাকার প্রভাবশালী প্রোমোটার হওয়ার কারণে অনেকেই মুখ খুলতে চাননি। কিন্তু নির্মাণ কার্যের পাশেই বাড়ি দেবপ্রসাদ বসাকের।
অভিযোগ এই নির্মাণ কার্যের ফলে দেবপ্রসাদবাবুর বাড়ির বিভিন্ন অংশে একাধিক ফাটল ধরতে শুরু করেছে। এ বিষয়ে শ্রীরামপুর পুরসভাকে অভিযোগ জানালেও তারা কোনও পদক্ষেপ করেনি। এ নিয়ে ২০২৩ সালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন দেবপ্রসাদবাবু।
ওই মামলায় বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। অভিযোগ আদালতের নির্দেশের পরও পুরসভা এ বিষয়ে পদক্ষেপ করেনি। উল্টে রায়কে চ্যালেঞ্জ করে নির্মাণকারী সংস্থার কর্ণধার সন্তোষ চৌধুরী কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন। আর্জি খারিজ করে সাতদিনের মধ্যে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল আদালত।
ওই নির্দেশকে গোপন করে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় নির্মাণকারী সংস্থা। ওই মামলাতেই তথ্য গোপনের অভিযোগে নির্মাণকারী সংস্থাকে এক লক্ষ টাকা আর্থিক জরিমানা করেছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।