Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
IndiGo Flight: মাঝ আকাশে বিকল ইঞ্জিন, মুম্বইয়ে জরুরি অবতরণ দিল্লি-গোয়া ইন্ডিগো বিমানেরবোয়িং ৭৮৭ বিমানগুলির 'ফুয়েল কন্ট্রোল সুইচ'-এ ত্রুটি নেই, সবরকম পরীক্ষা করে জানাল এয়ার ইন্ডিয়াগোপালগঞ্জ কিলিং: আওয়ামী লিগ কর্মীদের উপর গুলি বর্ষণে সেনা-পুলিশকে বাহবা দিলেন ইউনুসমিশন শেষে ঘরে ফিরছেন শুভাংশু, স্বামীর পছন্দের রান্না করবেন কামনা, একসঙ্গে সময় কাটানোর অপেক্ষাবঙ্গবন্ধুর মাজার ভাঙতে না পেরে আওয়ামী লিগ কর্মীদের খুন করেছে ইউনুস বাহিনী, অভিযোগ হাসিনার'প্রাথমিক চিকিৎসা পেলে ছেলেকে মরতে হত না', নিকোপার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক মৃতের বাবাকবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে ফের মেট্রো বিভ্রাট! ভোগান্তি অফিস ফেরত যাত্রীদের শীঘ্রই চূড়ান্ত হতে পারে আমেরিকা-ভারত বাণিজ্য চুক্তি, ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের'বাঙালি হওয়া, বাংলা বলা যেন এখন এক অপরাধ!' এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে বললেন গর্গ চ্যাটার্জীমায়েদের ভাব ছিল না কিন্তু মেয়েরা দুই বান্ধবী, সুপ্রিয়ার মেয়ের জন্মদিনে সুচিত্রার কন্যা
CPIM West Bengal

নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে জেলায় জেলায় মহিলাদের ক্যারাটে শেখাবে সিপিএম, খুলছে ক্রেশও

'২৪ সালে লোকসভা ভোটের আগে আগে এপ্রিল মাস নাগাদ বামেদের (CPIM) তরফে ইস্তাহার প্রকাশ করা হয়েছিল। মহিলাদের ভোট টানতে সেই ইস্তেহারে বলা হয়েছিল রাজ্যে যে হারে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে, মহিলাদের আত্মরক্ষার্থে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে জেলায় জেলায় মহিলাদের ক্যারাটে শেখাবে সিপিএম, খুলছে ক্রেশও

শেষ আপডেট: 31 May 2025 09:05

দ্য ওয়াল ব্যুরো: '২৪ সালে লোকসভা ভোটের আগে আগে এপ্রিল মাস নাগাদ বামেদের (CPIM) তরফে ইস্তাহার প্রকাশ করা হয়েছিল। মহিলাদের ভোট টানতে সেই ইস্তেহারে বলা হয়েছিল রাজ্যে যে হারে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে, মহিলাদের আত্মরক্ষার্থে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। ভোটে খাতা খুলতে না পারলেও কথা মতো এবার জেলায় জেলায় মহিলাদের জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়ে দিলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (MD Salim)।

রাজ্যে তৃণমূল সরকার (TMC) প্রতিষ্ঠা হওয়ার পর পার্কস্ট্রিট, কামদুনি থেকে আরজি কর-কাণ্ড, রাজ্য জুড়ে বেড়ে চলা নারী নির্যাতনে পুলিশের উপর ভরসা হারাচ্ছেন মানুষ। এই দাবি করে সেলিম বলেন, "রাজ্যের সরকার ও পুলিশের উপর ভরসা নেই মানুষের। মেয়েদের আত্মরক্ষার্থে শিখতে হবে সেলফ ডিফেন্স। তাই আমরা আত্মরক্ষার প্রশিক্ষণ দেব।"

জলপাইগুড়িতে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির বিশেষ কেন্দ্রীয় সমাবেশ থেকে সিপিএমের রাজ্য সম্পাদক আরও বলেন, লোকসভা নির্বাচনের সময়ই মহিলাদের মার্শাল আর্ট প্রশিক্ষণের ঘোষণা হয়েছিল। পাশাপাশি মহিলা শ্রমিকদের সন্তান লালন-পালনের জন্য ক্রেশ খোলার কথা জানিয়েছিল সিপিএম-এর মহিলা বাহিনী। সেই মতোই এবার রাজ্য জুড়ে তা ছড়িয়ে দিতে উদ্যোগী দল।

চব্বিশের লোকসভা নির্বাচনে সিপিএমের মহিলা প্রার্থী দীপ্সিতা ধর, সায়রা হালিম, সোনামণি মুর্মু টুডু, জাহানারা খান, শ্যামলী প্রধানরা ছিলেন মহিলা বাহিনীর সদস্য। তাঁদের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, ডিওয়াইএফআই রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও।

সকলের সমবেত সিদ্ধান্তে, নারী ক্ষমতায়ন ও সুরক্ষার বিষয়টিতে বাড়তি নজর দিয়ে সাংসদ তহবিলের একটা বড় অংশের অর্থ খরচ করার কথা বলে বামেরা। তাতে গার্হস্থ্য হিংসা ও বহির্জগতের অত্যাচারের মোকাবিলায় এই ক্যারাটে, মার্শাল আর্ট-সহ মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মীনাক্ষী, দীপ্সিতারা।


ভিডিও স্টোরি