শেষ আপডেট: 11th August 2024 14:47
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভার আয়োজন করতে চলেছে সিপিএম। আগামী ২২ আগস্ট সেই স্মরণসভা হওয়ার কথা। তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দল। কিন্তু এই স্মরণসভায় কি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকবে সিপিএম? তার উত্তর ইতিমধ্যে মিলেছে।
বুদ্ধদেব ভট্টাচার্যকে গান স্যালুট দিতে চেয়েছিল রাজ্য সরকার। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেষ বিদায় জানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সিপিএম-এর তরফে স্পষ্ট বলা হয়েছিল যে তাঁরা গান স্যালুটের ব্যাপারে সায় দেবে না। শেষ পর্যন্ত সেটি দেওয়াও হয়নি। এবারও জানিয়ে দেওয়া হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যর স্মরণসভায় ডাকা হবে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
সিপিএম নেতা মহম্মদ সেলিম জানিয়েছেন, ২২ আগস্ট স্মরণসভা করা হবে আপাতত ঠিক হয়েছে। তবে কোথায় কবে তা আগামীকাল অর্থাৎ সোমবার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন এই সিদ্ধান্ত স্পষ্টভাবে নেওয়া হয়েছে যে, স্মরণসভায় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হবে না। সেলিমের বক্তব্য, যারা সিপিএমকে উৎখাত করতে আরএসএস এবং তাদের অর্থ সাহায্য নিয়েছিল, যারা প্রতিনিয়ত বুদ্ধদেব ভট্টাচার্যকে অপমান করে গেছে, সেই তৃণমূলের সর্বোচ্চ নেত্রীকে এই স্মরণসভায় ডাকার কোনও প্রশ্নই ওঠে না।
রাজ্যের তরফ থেকে যদি বুদ্ধদেব ভট্টাচার্যর স্মরণসভার আয়োজন করা হয়, তখন কি সিপিএম-এর তরফে কেউ যাবে? সেলিম অবশ্য সে নিয়ে ভাবছেন না। কারণ তাঁর মত, যে সরকার কোনও প্রশাসনিক সভায় বিরোধীদের ডাকে না, যারা বিধানসভায় বিরোধীদের গুরুত্ব দেয় না, তারা এমন কিছু আয়োজন করবে, এটাই আশ্চর্যের বিষয়। তাই যাওয়ার কোনও প্রশ্ন নেই।
প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যে গান স্যালুট দেওয়া যায়নি তার কারণ হিসেবে উঠে এসেছে অন্য একটি বিষয়। আসলে গান স্যালুটের পর আর কোনও কর্মসূচি রাখা যায় না। সরকার চেয়েছিল বিধানসভায় তাঁকে সম্মান দিতে। কিন্তু সিপিএম-এর তরফে পিস ওয়ার্ল্ড থেকে বুদ্ধবাবুর মরদেহ বের করে প্রথমেই নিয়ে যাওয়া হয়েছিল বিধানসভায়। আর তারপর আরও একাধিক জায়গা নিয়ে যাওয়া হয়েছিল তাঁর দেহ। সেক্ষেত্রে গান স্যালুট দেওয়া যায়নি।