Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ইজরায়েলি হামলায় মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, তাঁর সন্ধান কে দিয়েছিল'মুড়ি মিছরি এক হয়ে গেছে', চাকরিহারা 'যোগ্য'দের নবান্ন অভিযান যথাযথ, বার্তা শমীকেরAhmedabad Plane Crash: যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণের ত্রুটি মেলেনি, জানালেন এয়ার ইন্ডিয়া সিইওরক্তে ভেসে যাচ্ছে ঘর, বাবাকে কুপিয়ে খুন করল মা, 'চুপ থাক, নাহলে তোকেও...', হুমকি কিশোরকে!রাধিকার বান্ধবীর দাবি খারিজ করল পরিবার, এদিকে মোবাইলের মুছে ফেলা তথ্য ফিরিয়ে দেখছে পুলিশবর্ণ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, অবসাদে আত্মঘাতী প্রাক্তন ‘মিস পুদুচেরি’ সান রেচালপ্রধানমন্ত্রীর সভার জন্য রথের মেলা গুটিয়ে ফেলার নির্দেশ, ক্ষতির মুখে শতাধিক ছোট ব্যবসায়ীরাজ্জাক খাঁ খুনে গ্রেফতার আরও ১ দলীয় কর্মী, গত বছরই আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দেন আজহারউদ্দিনফেসবুকে ঘুরছে তন্ময়ের আপত্তিকর ছবি, হোয়াটসঅ্যাপ চ্যাট! বামনেতার বিরুদ্ধে অভিযোগ কতটা সত্যি?সোমবার নবান্ন অভিযান চাকরিহারাদের, নিরাপত্তায় মোতায়েন ড্রোন, সকাল থেকে যানজটে নাকাল যাত্রীরা
Murshidabad News

ডোমকলে তৃণমূল কার্যালয় দখল করল সিপিএম, উড়ল লাল পতাকা

এলাকার বাসিন্দা ইমরুল কোয়েস মণ্ডল, আক্কাস মোল্লারা বলেন, "আমাদের জীবন জেরবার করে দিয়েছেন তৃণমূল নেতারা। ঘর দেওয়ার নাম করে টাকা লুঠ চলছে। এখন বুঝতে পারছি ওরা গরীবের পাশে নেই।”

ডোমকলে তৃণমূল কার্যালয় দখল করল সিপিএম, উড়ল লাল পতাকা

তৃণমূল অফিসে সিপিএমের পতাকা

শেষ আপডেট: 4 July 2025 13:40

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ঘর দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তোলার অভিযোগে উত্তাল ডোমকল। অভিযোগ উঠেছে ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের ভাই তথা ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি জাহাঙ্গীর মণ্ডলের বিরুদ্ধে। টাকা নিয়েও ঘর না পেয়ে ক্ষুব্ধ প্রায় ৫০টি পরিবার তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান করেন। তারপরেই সিপিএম কর্মীরা দখল করেন ওই ওয়ার্ডের তৃণমূল কার্যালয়। উড়িয়ে দেন লাল পতাকা।

স্থানীয়দের অভিযোগ, সরকারি আবাসন প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও মেলেনি সেই ঘর। প্রতারণার শিকার পরিবারের সদস্যরা বলছেন, “আমরা ঘর চাই, রাজনীতি নয়। কিন্তু এখন বুঝতে পারছি, এই অবিচারের বিরুদ্ধে লড়াই করাই আমাদের রাজনীতি। এলাকার বাসিন্দা ইমরুল কোয়েস মণ্ডল, আক্কাস মোল্লারা বলেন, "আমাদের জীবন জেরবার করে দিয়েছেন তৃণমূল নেতারা। ঘর দেওয়ার নাম করে টাকা লুঠ চলছে। এখন বুঝতে পারছি ওরা গরীবের পাশে নেই।”

সিপিএম নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের দুর্নীতিতে অতিষ্ঠ হয়েই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ওই তৃণমূল সমর্থকরা। সিপিএম এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, "মানুষ বুঝতে পারছেন সব। চোখের সামনে দেখছেন তৃণমূল নেতাদের তিনতলা বাড়ি হচ্ছে, অথচ তাঁদের সেই ভাঙা ঘরেই থাকতে হচ্ছে। তাই ৫০টি পরিবার তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিয়েছে।"

ঘটনার নেপথ্যে রাজনীতির আঁচ স্পষ্ট হলেও, সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন ওয়ার্ডের তৃণমূল সভাপতি জাহাঙ্গীর মণ্ডল। তাঁর দাবি, “এ সব মিথ্যা অভিযোগ। মানুষকে ভুল বোঝানো হচ্ছে। তবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছেন।” ঘটনার জেরে ডোমকলে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠেছে।


ভিডিও স্টোরি