Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
স্পার্ম ডোনেশনে ১০০ সন্তানের জন্ম! সম্পত্তি ভাগের পরিকল্পনা টেলিগ্রাম প্রতিষ্ঠাতারউড়ানে কাটছাঁট! ১৬টি রুটে কমবে ফ্লাইট, ৩টি রুটে সাময়িক বন্ধ এয়ার ইন্ডিয়ার পরিষেবাAir India Crash: মূল তথ্য সংগ্রহ এবং উদ্ধারকাজ শেষ, ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া হবে বিশেষ জায়গায়এই নিয়ে সাতবার! ফের পিছিয়ে গেল শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান, কী বলল নাসাভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরাইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতেএসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীরা রাজ্যের দেওয়া ভাতা কি পাবেন? শুক্রবার জানাবে হাইকোর্টইরানের পর ইজরায়েল থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি, চলছে 'অপারেশন সিন্ধু'
CPM leader Nepaldev Bhattacharya

না ফেরার দেশে সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্য, ছাত্র থেকে জেলা, প্রতিটি শাখাতেই দায়িত্ব সামলেছেন

এসএফআই, শ্রমিক সংগঠন সিটু-সহ বাম রাজনীতির প্রতিটি শাখাতেই দায়িত্ব সামলেছেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ জেলার রাজনৈতিক মহল।  

না ফেরার দেশে সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্য, ছাত্র থেকে জেলা, প্রতিটি শাখাতেই দায়িত্ব সামলেছেন

প্রয়াত সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্য।

শেষ আপডেট: 13 May 2025 13:26

দ্য ওয়াল ব্যুরো: না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান সিপিএম নেতা, রাজ্যসভার প্রাক্তন সাংসদ নেপালদেব ভট্টাচার্য (CPM leader Nepaldev Bhattacharya)। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। সোমবার রাতে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রের খবর, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। উত্তর ২৪ পরগনা জেলা সিপিএমের প্রাক্তন সম্পাদক নেপালবাবুর রাজনৈতিক হাতেখড়ি ছাত্রাবস্থা থেকে। এসএফআই, শ্রমিক সংগঠন সিটু-সহ বাম রাজনীতির প্রতিটি শাখাতেই দায়িত্ব সামলেছেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ জেলার রাজনৈতিক মহল।  

এদিন সকাল ১০ টা নাগাদ তাঁর মরদেহ হাসপাতাল থেকে সিটুর রাজ্য দফতর হয়ে এসএফআই রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বারাসতে সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা কার্যালয় হয়ে ব্যারাকপুরে সিটুর জেলা দফতরে নিয়ে যাওয়া হয়। নেপালবাবুর আদি বাড়ি ভাটপাড়ায়। এখান থেকেই তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের শুরু। দুপুরে ভাটপাড়া শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।

প্রয়াত নেপালদেব ভট্টাচার্য এসএফআইয়ের তিনবারের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে ছিলেন।  ১৯৮১ সালে দলের তরুণ সদস্য় হিসেবে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়ে নজির গড়েছিলেন। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে নয়ের দশকে তাঁকে বহিষ্কার করে সিপিএমে। পরে অবশ্য সসম্মানে দলে ফিরিয়ে একাধিক দায়িত্ব দেওয়া হয়। ২০১৫ সালে উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক পদের দায়িত্বও দেওয়া হয় তাঁকে। ২০১৬ সালের বিধানসভা এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও দলের তরফে প্রার্থী হয়েছিলেন তিনি। তবে অসুস্থতার কারণে তখন থেকেই ধীরে ধীরে সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছিলেন নেপালদেব।
 


ভিডিও স্টোরি