শেষ আপডেট: 3rd December 2024 12:56
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের জমানায় এই প্রথম! মঙ্গলবার নবান্নে পা রাখতে চলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম!
ঘটনার সত্যতা স্বীকার নিয়েছেন সেলিম নিজেও। দ্য ওয়ালের তরফে যোগাযোগ করা হলে সেলিম বলেন, "হ্যাঁ, এই প্রথমবার আমি নবান্নে পা রাখতে চলেছি।"
কেন? নবান্ন সূত্রের খবর, রাজ্যে এসেছেন ফিনান্স কমিশনের এক প্রতিনিধি দল। এদিন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে নবান্নে বৈঠক করবেন তাঁরা। ওই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ওই বৈঠকেই সিপিএমের রাজ্য সম্পাদককে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
এদিন দ্য ওয়ালকে সেলিম জানান, এর আগে বাম আমলে ভবনটি তৈরির সময় তিনি একবার সেখানে গিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন সদ্য প্রয়াত হাওড়ার সিপিএম নেতা, প্রাক্তন সাংসদ স্বদেশ চক্রবর্তী। সেলিম নিজে তখন রাজ্যের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান ছিলাম। সেলিমের কথায়, "ভবনের নির্মাণের সময় একবার ওখানে গিয়েছিলাম। তারপর এই প্রথমবার যাব!"
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বময় কত্রীও। স্বভাবতই, নবান্নে এই প্রথমবার মমতা-সেলিমের মুখোমুখি দেখা হবে। সেখানে তাঁদের মধ্যে কী কথা হয়, তা নিয়ে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে সব মহলে।