শেষ আপডেট: 11th February 2024 15:39
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি কাণ্ডে ফেরার শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন বাম নেতা প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। সেই বাম নেতাকেই এবার গ্রেফতার করল পুলিশ। সকালে আটক করার পরে দুপুরে সন্দেশখালি থানার পুলিশ বাঁশদ্রোণী থানায় আসে। সেখানে কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে বামনেতাকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই তাঁকে বাঁশদ্রোণী থানা থেকে পুলিশ ভ্যান অন্যত্র নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়ে। সিপিএমের দাবি, "অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে।"
রবিবার সকালে বাঁশদ্রোণীর বাড়িতে ছিলেন নিরাপদ সর্দার। সেখানে সকালে পুলিশ পৌঁছয়। পরে নিরাপদবাবুকে আটক করে বাঁশদ্রোণী থানায় নিয়ে আসে। এই ঘটনার জানার পরেই বাঁশদ্রোণী থানা ঘেরাও করেছে বাম কর্মী সমর্থকরা। তাঁদের দাবি, কী অভিযোগের ভিত্তিতে প্রাক্তন বিধায়ককে আটক করা হয়েছে সেটা পুলিশ জানায়নি।
আলিমুদ্দিন স্ট্রিটে একটি সাংবাদিক বৈঠক করে শীর্ষ বাম নেতা মহম্মদ সেলিম পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁর অভিযোগ, কোনও কাগজপত্র ছাড়াই প্রাক্তন বাম বিধায়ককে থানায় আটক করে নিয়ে আসা হয়েছে। কী কারণে কোনও লিখিত নির্দেশ ছাড়া নিরাপদ সর্দারকে থানায় নিয়ে আসা হয়েছে তার কৈফিয়ত পুলিশকে দিতে হবে।
ইতিমধ্যে বাঁশদ্রোণী থানায় গিয়ে কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখান তরুণ বামনেতা সৃজন ভট্টাচার্য। পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন। তাঁদের অভিযোগ, চক্রান্ত করে নিরাপদ সর্দারকে ফাঁসানো হচ্ছে। পরে থানায় যান বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাঁর দাবি, দীর্ঘদিনের এই জনপ্রিয়নেতাকে মিথ্যে মামলা ফাঁসানোর চক্রান্ত করার চেষ্টা হচ্ছে।এরপরেই বাঁশদ্রোণী থানায় যান মহম্মদ সেলিমও। প্রাক্তন বিধায়ককে গ্রেফতার পরে বাম নেতৃত্ব জানিয়েছেন, তাঁরা এই ঘটনা প্রতিবাদে রাস্তায় নামবেন।
নিরাপদ সর্দারের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামীকে মিথ্যে মামলা তুলে আনা হয়েছে। আসামীর মতো বিনা নোটিসে তুলে আনা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিবু হাজরা সন্দেশখালি থানায় যে আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল, সে তালিকার প্রথমের দিকেই নিরাপদ সর্দারের নাম রয়েছে। তাই এই বাম নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের দাবি। আপাতত তাঁকে সন্দেশখালিতে নিয়ে গিয়েছে পুলিশ।
গত ৫ জুলাই ইডির উপর হামলা চলার পরে শেখ শাহজাহান বেপাত্তা হয়ে যান। এরপরেই নিরাপদবাবু দাবি করেছিলেন, শাহজাহান সন্দেশখালিতেই লুকিয়ে রয়েছেন। রবিবার সকালে বাঁশদ্রোণী থানায় নিরাপদবাবুকে নিয়ে আসা হলে তিনি সাংবাদিকদের বলেন, "আজ সকাল ১০টার সময়ে আমার বাড়িতে যায় পুলিশ। তারা আমায় বলে, থানায় ডেকে পাঠানো হয়েছে। কাগজ দেখতে চাই, কিন্তু কিছুই দেখাতে পারেনি।"
এদিকে সন্দেশখালির মানুষের সঙ্গে দেখা করতে বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যয়ের নেতৃত্বে এক প্রতিনিধিদল ন্যাজাটে গিয়ে পৌঁছয়। কিন্তু তাদের গ্রামে ঢুকতে দেওয়া হয়নি। কোনও অশান্তি আর যাতে না ছড়ায় তাই পুলিশবাহিনী দিয়ে গোটা এলাকাকে ঘিরে রাখা হয়েছে। সন্দেশখালি ও তাঁর লাগোয়া দ্বীপ অঞ্চলগুলিতে চলছে পুলিশি টহল।