শেষ আপডেট: 27th February 2024 17:06
দ্য ওয়াল ব্যুরো: আবার কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। সন্দেশখালি মামলায় গ্রেফতার হওয়া সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে জামিন দিল আদালত। পুলিশের ভূমিকায় ফের একবার প্রশ্ন তুলে তাঁকে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট।
সন্দেশখালিকাণ্ডে ফেরার শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন নিরাপদ সর্দার। কিন্তু শাহজাহান ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর অভিযোগের ভিত্তিতে তাঁকেই পরে গ্রেফতার করে পুলিশ। ১৭ দিন ধরে জেল হেফাজতে রয়েছেন সিপিএমের প্রাক্তন বিধায়ক। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে স্পষ্ট জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে জামিনে মুক্তি দিতে হবে। নির্দেশ অমান্য হলে তা আদালত অবমাননার সামিল হবে বলে মনে করবে হাইকোর্ট। সেক্ষেত্রে নোটিসও জারি হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই ঘটনায় জেলার পুলিশ সুপারের থেকেও রিপোর্ট চেয়েছে আদালত।
পুলিশের ভূমিকা নিয়ে এই মামলাতেও প্রশ্ন তুলেছেন বিচারপতি দেবাংশু বসাক। আদালতের পর্যবেক্ষণ, গত ১১ ফেব্রুয়ারি গ্রেফতার হন সন্দেশখালির প্রাক্তন সিপিআইএম বিধায়ক। তবে নিরাপদ সর্দারকে যে মামলায় গ্রেফতার করা হয়েছিল সেই মামলায় পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছিল ১০ ফেব্রুয়ারি। আর পুলিশের তরফে এফআইআর দায়ের হয়েছে ৯ তারিখ। অভিযোগ জমা পড়ার আগে কীভাবে এফআইআর, তা দেখে বিস্মিত হাইকোর্ট। কেন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সেই প্রশ্ন করেছেন বিচারপতি বসাক। পাশাপাশি তাঁর বক্তব্য, যেভাবে এতদিন নিরাপদ সর্দারকে আটকে রাখা হয়েছে তার প্রক্রিয়া সঠিক নয়। এভাবে কাউকে আটকে রাখা যায় না।
শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে কলকাতার বাঁশদ্রোণীর বাড়ি থেকে গ্রেফতার হন নিরাপদ সর্দার। সিপিএম প্রথম থেকেই দাবি করে এসেছে যে, তাঁকে ফাঁসানো হয়েছে। শাহজাহানের বিরুদ্ধে মুখ খোলার জন্যই তাঁকে গ্রেফতার করা হল। প্রাক্তন বিধায়ককে গ্রেফতারের পরে বাম নেতৃত্ব রাস্তায় নেমে বিক্ষোভও দেখায়। নিরাপদ সর্দারের স্ত্রীরও অভিযোগ ছিল, তাঁর স্বামীকে মিথ্যে মামলায় তুলে আনা হয়েছে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশ প্রাক্তন বিধায়ক সহ সিপিএম নেতৃত্বকে স্বস্তি দিল।