শেষ আপডেট: 13th November 2024 09:17
দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাজ্যের ৬টি কেন্দ্রে সকাল সাতটা থেকে শুরু হয়েছে উপনির্বাচন। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাটে চলছে ভোটগ্রহণ।
উপনির্বাচনে সিপিএম কাকে ভোট দেবে তা নিয়ে নিজের ‘কৌতূহল’ প্রকাশ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
মঙ্গলবার রাতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে সেই তিনটি ‘কৌতূহল’ সামনে আনেন কুণাল। তৃণমূল নেতা লেখেন,
কৌতূহল ১
রাজ্যের ছয় বিধানসভা উপনির্বাচনে সিপিএমের ভোটাররা তাদের সমর্থিত প্রার্থীদের ভোট দেবে নাকি অভ্যেসমত বিজেপিকে ভোট দেবে?
কৌতূহল ২
ছ'টি আসনেই বামেরা তৃতীয় হবে, নাকি একটি-দুটিতে চতুর্থ স্থানেও নামবে?
কৌতূহল ৩
তৃণমূল ছ’টি আসনেই মানুষের আশীর্বাদে জিতবে নিশ্চিত, মার্জিনের ব্যবধান কত শতাংশ বেড়ে যাবে?
কৌতূহল 1:
— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 12, 2024
ছয় বিধানসভা উপনির্বাচনে সিপিএমের ভোটাররা তাদের সমর্থিত প্রার্থীদের ভোট দেবে নাকি অভ্যেসমত বিজেপিকে ভোট দেবে?
কৌতূহল 2:
ছ'টি আসনেই বামেরা তৃতীয় হবে, নাকি একটি, দুটিতে চতুর্থ স্থানেও নামবে?
কৌতূহল 3:
ছ'টি আসনেই তৃণমূল মানুষের আশীর্বাদে জিতবে নিশ্চিত, মার্জিনের ব্যবধান…
তৃণমূল নেতা পোস্ট করে পরিষ্কার করতে চেয়েছেন উপনির্বাচনে বামেদের অবস্থান প্রসঙ্গে। সে কারণেই একাধিক ‘কৌতূহল’-এর বিষয় সামনে এনেছেন তৃণমূল নেতা। মূলত, বিজেপির ভোট বাড়লে তা যে বামেদের দয়াতেই হবে এদিন সে কথা স্পষ্ট করে দেন কুণাল।
তবে তিনি মনে করিয়ে দিয়েছেন, বামেদের অবস্থান যাই থাকুক না কেন রাজ্যের ছয় বিধানসভা উপনির্বাচনে তৃণমূলেরই জয়জয়কার হবে। মানুষের আশীর্বাদে সব আসনেই শাসক দল জিতবে বলে জানিয়েছেন কুণাল।
এবারের ভোটের আগে আরজি কর ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি। উপনির্বাচনে সেই ইস্যু কতটা প্রভাব ফেলবে সেদিকে নজর থাকবে।
সদ্যসমাপ্ত লোকসভা ভোটে প্রার্থী হয়ে রাজ্যের ছয় জন বিধায়ক সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। তার মধ্যে পাঁচ জন তৃণমূলের বিধায়ক রয়েছেন। রয়েছেন বিজেপির এক বিধায়কও। সাংসদ হিসেবে শপথ গ্রহণের আগে ছ'জনকেই বিধায়ক পথ থেকে ইস্তফা দিতে হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন সম্প্রতি বিধায়কশূন্য ওই ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা করেছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, ছ’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য মোট ১৫৮৩টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। সবচেয়ে বেশি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে মেদিনীপুরে। কমিশন জানিয়েছে, সিতাইয়ে ৩০০, মাদারিহাটে ২২৬, নৈহাটিতে ২১০, হাড়োয়ায় ২৭৯, মেদিনীপুরে ৩০৪ এবং তালড্যাংরায় ২৬৪টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।