শেষ আপডেট: 27th October 2024 17:01
দ্য ওয়াল ব্যুরো: সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুললেন এক মহিলা সাংবাদিক। সোশ্যাল মিডিয়ায় লাইভ করে হেনস্থার ঘটনার কথা প্রকাশ্যে আনেন তিনি। লেখেন, 'চার বছর সাংবাদিকতা করছি কিন্তু এত খারাপ অভিজ্ঞতা আমার কখনও হয়নি। আসলে পোটেনশিয়াল রেপিস্ট এরাই। এদের চিনে রাখা দরকার।'
ডিজিটাল সংবাদমাধ্যমের ওই মহিলা সাংবাদিক তাঁর লাইভ ভিডিওতে বলেন, 'আজ আমার সকালে অ্যাসাইনমেন্ট ছিল। চার বছর ধরে সাংবাদিকতা করছি। এমন ঘটনা আমার সঙ্গে হয়নি। আজ সকালে সিপিএম নেতার ইন্টারভিউ নেওয়ার কথা ছিল। সেই মতো তাঁর কাছে যাই। এর আগেও ইয়ার্কির ছলে অনেক সময়ই উনি গায়ে হাত দিয়েছিলেন। হাতে হাত দিয়েছেন বা গায়ে হাত দিয়েছেন। কিন্তু আজ যখন আমার ক্যামেরা পার্সন ক্যামেরার ফ্রেম ঠিক করছিলেন তখন তন্ময়বাবু কোথায় বসব, কোথায় বসব বলে আমার কোলে বসে পড়েন। আমি বিষয়টাকে কোনও ভাবে কন্ট্রোল করে নিয়ে ইন্টারভিউ নিই। কারণ এটাই আমার কাজ। মানসিকভাবে এত ইরিটেশন হচ্ছিল যে আমি এক্সপ্লেইন করতে পারব না।'
ওই লাইভে তিনি আরও বলেন, 'ইন্টারভিউ নেওয়ার আগে যখন উনি আমার কোলে বসে পড়েন আমি তখনই বলি, এরকম করবেন না। এগুলো আমি পছন্দ করি না। আপনি ইয়ার্কি করেছেন আমি মানছি, কিন্তু এরকম আমার সঙ্গে করবেন না। তাও তিনি আমার কোলে বসে পড়েন। ক্যামেরাটা যদি তখন অন থাকত তাহলে ভাল হত।'
সিপিএম এ ব্যাপারে কোনও পদক্ষেপ করবে কিনা সেই নিয়েও তিনি প্রশ্ন রাখেন। তবে তাঁর মতে এটা আসলে দলের ব্যাপার নয়। তিনি বলেন, 'সমাজে এরকম মানুষ থাকেই। যারা পোটেনশিয়াল রেপিস্ট হয়। সব পুরুষ এমন নয়। পুরুষ জাতের মধ্যে এরকম কিছু কীট থাকে।'
গোটা ঘটনার কথা ধরে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করে দ্য ওয়াল। তিনি বলছেন, 'দ্য ওয়ালের যে সাংবাদিকরা আমার কাছে এসেছেন এর আগে তাঁদের যদি জিজ্ঞেস করেন, দেখবেন তাঁদের সঙ্গেও আমি ইয়ার্কি করেছি।' একাধিক সংবাদমাধ্যমের মহিলা কর্মীদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, 'তাঁদের সঙ্গেও আমি ইয়ার্কি করেছি।'
তন্ময় আরও বলেন, 'এই মেয়েটির সঙ্গেও আমি ইয়ার্কি ফাজলামি করেছি। এর আগে একাধিকবার এসেছে একাধিকবার ইয়ার্কি করেছি। একটু খ্যাপাই। বলি- কীরকম পছন্দ? সেদিন তো দেখলাম একজনের সঙ্গে ঘুরতে। সলমনের মতো দেখতে। এরকম অনেক ধরনের কথা আমি সব সময় বলি। আজকেও বলেছি।'
তিনি আরও বলছেন, 'আমি ওঁর কোলের ওপরে, বাঁ দিকের পায়ের ওপরে আঙুল রেখে বলেছি, এখানে? এখানে বসবো? সেটাকে ধরে ও বলে বসল পোটেনশিয়াল রেপিস্ট। আমি শুনে পাগল হয়ে যাচ্ছি। আমার ভাবনা চিন্তার মধ্যে পুরো এলোমেলো হয়ে যাচ্ছে। এত মানুষের সঙ্গে মিশি, এত জনের সঙ্গে ইয়ার্কি-ফাজলামি করি। কেউ কোনওদিন কিচ্ছু বলেনি।'
তন্ময়ের কথায়, 'আমি এরকম একটা বাচ্চা মেয়েকে মা বলে ডাকি। সে এরকম অভিযোগ করল?' যদিও দলের তরফে এখনও অবধি কোনও যোগাযোগ করা হয়নি বাম নেতার সঙ্গে। এমনটাই জানান তিনি। তাঁর সাফ কথা, 'দল কিছু জানতে চাইলে এখন আপনাকে যা বললাম, সেই কথাই তাদেরও বলব।'
অভিযোগকারী মহিলা সাংবাদিকের সঙ্গে দ্য ওয়াল যোগাযোগ করলে তিনি জানান, 'অফিসে গোটা ব্যাপারটা নিয়ে কথা বলছি। আমরা পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি।'
ঘটনার ব্যাপারে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বলেন, 'যাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি একজন বয়স্ক মানুষ। তন্ময়বাবুকে আমি সম্মান করতাম। এখন তাঁর বিরুদ্ধে এরকম একটা অভিযোগ। মেয়েটা যেমন বলল, ও কিন্তু এর আগেও সিপিএম নেতাদের খুব ভাল করেই ইন্টারভিউ করেছে। সেরকম জায়গা থেকে যখন এরকম অভিযোগ আসছে, তখন মনে হয় না অভিযোগটা করার পেছনে কোনও কারণ থাকতে পারে। ওর সঙ্গে ক্যামেরাপার্সনও ছিল। দু'জন মানুষ তো ভুল দেখতে পারে না। আমার যথেষ্ট খারাপ লাগছে।'
তিনি আরও বলেন, 'তন্ময়বাবু এবং আমরা তো পলিটিক্সেরই লোক। একই পরিসর থেকে যদি এরকম অভিযোগ আসে তাহলে আমি খুব আনকমফোর্ট ফিল করি। আমাদের পলিটিশিয়ান জাতির প্রতি এমনিই এত অভিযোগ, তার মধ্যে যদি এই অভিযোগও ওঠে ঘনঘন বয়স্ক মানুষদের বিরুদ্ধে, তাহলে আমরা কোথায় যাব।'
এখানেই থামেননি দেবাংশু। বলেন, 'ধর্ষণের বিরুদ্ধে স্লোগান দেওয়া দলের কেউ যদি এরকম করে তাহলে কিছুই বলার নেই। খুবই ধাক্কা লেগেছে।'