শেষ আপডেট: 27th October 2021 13:33
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় জায়গা না পেলেও মধ্যপ্রাচ্যে ছাড়পত্র পেয়ে গেল ভারতের তৈরি কোভ্যাক্সিন (Covaxin) টিকা। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, এই দেশে কোভ্যাক্সিন নিয়ে আসা পর্যটকদের কোয়ারেন্টাইনে থাকার দরকার নেই। ওমানের ভ্যাকসিন তালিকায় জায়গা দেওয়া হয়েছে কোভ্যাক্সিনকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় এখনও ঠাঁই পায়নি ভারতের কোভ্যাক্সিন টিকা। বিদেশযাত্রায় তাই জট কাটেনি। কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেওয়া যাবে কিনা সে নিয়ে এখনও আলোচনা চলছে হু-র বিশেষজ্ঞ প্যানেলে। ভারত বায়োটেককে আরও বেশি তথ্য জমা করতে বলা হয়েছে। তবে ওমান সরকার এখনই কোভ্যাক্সিন টিকায় সবুজ সঙ্কেত দিয়েছে। https://twitter.com/ANI/status/1453342137974595593?t=ynTCGYB-_RGQLNxoza_lkw&s=08 ওমানে ভারতীয় দূতাবাসের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, ভারত থেকে আসা নাগরিকদের কোভ্যাক্সিনের ডোজ নেওয়া থাকলে কোয়ারেন্টাইনে থাকার দরকার পড়বে না। তবে ওমানে পৌঁছনোর অন্তত ১৪ দিন আগে দুটি ডোজ নেওয়া শেষ করতে হবে। তাছাড়া আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট দেখাতে হবে। করোনা আবহে এক দেশ থেকে অন্য দেশে যেতে হলে টিকার দুটি ডোজ নেওয়া হয়েছে কিনা সেদিকে নজর রাখা হচ্ছে। তারজন্য হু জরুরি ভিত্তিতে একটি তালিকা প্রকাশ করেছে। বলা হয়েছে, কোন দেশ তাদের তৈরি ভ্যাকসিন নেওয়া হয়েছে কিনা সেটা দেখতে পারে, আর তা না হলে হু-র তালিকায় থাকা যে কোনও একটি ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণ হয়েছে কিনা সেটা দেখবে। হু-র ইমার্জেন্সি ইউজ লিস্ট (ইইউএল)-এর তালিকায় যে ভ্যাকসিনগুলি রয়েছে তার মধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, মোডার্না, ফাইজার, অ্যাস্ট্রজেনেকা, জনসন অ্যান্ড জনসন এবং চিনের সিনোফার্মের টিকার নাম রয়েছে। কিন্তু ভারতে তৈরি কোভ্যাক্সিন টিকার নাম নেই। সূত্রের খবর, ভারত বায়োটেক তাদের তৈরি কোভ্যাক্সিন টিকাকে হু-র ইমার্জেন্সি লিস্টে নথিভুক্ত করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সে প্রস্তাব নাকচ করে টিকার সুরক্ষা নিয়ে আরও বেশি তথ্য চেয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগামী ৩ নভেম্বর এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে হু। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'