শেষ আপডেট: 26th September 2024 15:31
দ্য ওয়াল ব্যুরো: নিয়মের তোয়াক্কা না করে রাজ্য জুড়ে পোষ্য কুকুরদের প্রজনন ও বেচাকেনা চলছে বলে অভিযোগ। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি রাজ্যকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
নির্দিষ্ট আইন মেনে দুটি বিষয়কেই অবিলম্বে বাস্তবায়িত করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।
এ ব্যাপারে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কেপ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাঁদের অভিযোগ, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যথেচ্ছভাবে রাজ্যে পোষ্য কুকুরদের প্রজনন ও সব ধরনের পোষ্যদের বেচাকেনা চলছে। সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই।
১৯১৭ সালের আইন অনুযায়ী পোষ্য কুকুরদের যারা পেশাগতভাবে প্রজনন বা বেচাকেনার সঙ্গে যুক্ত তাদের প্রাণী সম্পদ ও বিকাশ দফতরের নথিভুক্ত করার দাবি জানানো হয় আবেদনকারী সংস্থার তরফে। একইসঙ্গে ১৯১৯ সালের আইন অনুযায়ী সব ধরনের পোষ্যদের বিক্রয়কারী দোকান বা ব্যক্তিদের নাম প্রাণী সম্পদ ও বিকাশ দফতরে নথিভুক্ত করার কথাও বলা হয়।
এ ব্যাপারে আবেদনকারীর দাবি মেনে চলতি বছরের ২২ নভেম্বরের মধ্যে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরকে আবেদনকারীদের সঙ্গে বৈঠকে বসে সুনির্দিষ্ট রূপরেখা তৈরি নির্দেশ দিয়েছে আদালত। প্রধানবিচারপতির বেঞ্চ আরও জানিয়েছে, এ ব্যাপারে ডিসেম্বরের মধ্যে জনসচেতনতা ক্যাম্প করতে হবে। ১৬ জানুয়ারি আদালতে এই বিষয় রিপোর্ট পেশ করতে হবে।
প্রসঙ্গত যারা বাণিজ্যিকভাবে পোষ্য কুকুরের প্রজনন ও সব ধরনের পোষ্যদের বেচাকেনার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য হবে।