এদিন এই নির্দেশ দিয়েছেন চুঁচুড়া আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশন কোর্টের বিচারক সঞ্জয় কুমার শর্মা।
সাজা ঘোষণা শিক্ষক দম্পতির।
শেষ আপডেট: 19 June 2025 14:41
দ্য ওয়াল ব্যুরো: আরামবাগের প্রাক্তন সাংসদ (abusing former MP over caste) অপরূপা পোদ্দারকে গালিগাল দেওয়ার অভিযোগে আগেই শিক্ষক দম্পতিকে (teacher couple) দোষী সাব্যস্ত করেছিল আদালত। বৃহস্পতিবার তাদের দু বছরের জেলের সাজা ঘোষণা করে এক হাজার টাকার অ্যাপিল বন্ডে মুক্তি দিল চুঁচুড়া আদালত (Chuchura Court)। এদিন এই নির্দেশ দিয়েছেন চুঁচুড়া আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশন কোর্টের বিচারক সঞ্জয় কুমার শর্মা।
অভিযুক্ত দম্পতিকে বিচারক ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৪ ও ৫০৬ ধারা থেকে মুক্তি দিলেও থ্রি এক্রোসিটি তপশিলি জাতি উপজাতি আইনে দোষী সাব্যস্ত করেন। আগামী এক মাসের মধ্যে হাইকোর্ট অ্যাপিল করতে পারবেন তারা। দোষী সাব্যস্ত দম্পতির নাম নাসিম আখতার ও তার স্ত্রী আনাসরি খাতুন । নাসিম আখতার একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ও তার স্ত্রী আনাসরি খাতুন একটি বেসরকারি উর্দু স্কুলের শিক্ষিকা।
আদালত সূত্রের খবর, ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আরামবাগের তৎকালীন সাংসদ অপরূপা পোদ্দার শ্রীরামপুর থানায় ওই দম্পতির নামে অভিযোগ দায়ের করেন।তাদের বাড়িতে সেক্স র্যাকেট চলার অভিযোগ পেয়ে সাংসদ ও তার স্বামী সাকির আলি সেখানে যান বলে দাবি করেন। অভিযোগ, সে সময় সাংসদকে জাত তুলে গালিগালাজ করা হয় এবং তার শ্লীলতাহানি করা হয়। ওই মামলায় বুধবারই দম্পতিকে দোষী সাব্যস্ত করেছিল আদালত।
মামলার সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন, অভিযুক্ত দম্পতির দুটি ছোটো মেয়ে আছে তারা কান্নাকাটি করছিল। তাদের পারিবারিক অবস্থার কথা ভেবে আদালত দু বছরের সাজা দেয়।পাশাপাশি তাদের অ্যাপিল বন্ডে ছেড়ে দেন। যাতে তারা হাইকোর্ট অ্যাপিল করতে পারেন।
তিনি আরও জানান, তিন বছেরের কম সাজার ক্ষেত্রে আদালত এই রায় দিতে পারে। তবে হাইকোর্ট যদি এই রায় বহাল রাখে তবে তাদের সাজা খাটতে হবে। দম্পতির পক্ষের আইনজীবী মৃন্ময় মজুমদার বলেন, হাইকোর্টে আবেদন জানানো হবে। এ ব্যাপারে প্রাক্তন সাংসদের স্বামী সাকির আলি বলেন, "আদালতের রায়ে আমরা খুশি। নাসিম যদি হাইকোর্টে যায় আমি চাইব ও যে কোনও এজেন্সি দিয়ে তদন্ত দাবি করুক আমার বিরুদ্ধে। আমি প্রমাণ করে ছাড়ব ও দোষী।"