Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা

বুলডোজার দিয়ে বাড়ি ভাঙছে প্রশাসন! গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা বেঙ্গালুরুর দম্পতির

দ্য ওয়াল ব্যুরো: অবৈধ নির্মাণের অভিযোগ তুলে বেঙ্গালুরুর (Bengaluru) এক দম্পতির বাড়ি বুলডোজার (bulldozer) দিয়ে গুঁড়িয়ে দেওয়ার (demolish) চেষ্টা করেছিল প্রশাসন। প্রতিবাদে বুলডোজারের সামনেই নিজেদের গায়ে পেট্রোল (petrol) ঢেলে আগুন লাগানোর

বুলডোজার দিয়ে বাড়ি ভাঙছে প্রশাসন! গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা বেঙ্গালুরুর দম্পতির

শেষ আপডেট: 12 October 2022 09:48

দ্য ওয়াল ব্যুরো: অবৈধ নির্মাণের অভিযোগ তুলে বেঙ্গালুরুর (Bengaluru) এক দম্পতির বাড়ি বুলডোজার (bulldozer) দিয়ে গুঁড়িয়ে দেওয়ার (demolish) চেষ্টা করেছিল প্রশাসন। প্রতিবাদে বুলডোজারের সামনেই নিজেদের গায়ে পেট্রোল (petrol) ঢেলে আগুন লাগানোর চেষ্টা করলেন দম্পতি (couple)। তবে শেষ মুহূর্তে তাঁদের উদ্ধার করা হয়।

বেঙ্গালুরুর বাসিন্দা ওই দম্পতির নাম সোনা সেন ও সুনীল সিং। সম্প্রতি বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকের পক্ষ থেকে শহরের ৬ টি নির্মাণকে অবৈধ বলে ঘোষণা করা হয়। জানানো হয়, বাড়িগুলি নিকাশি নালার গতিপথ রোধ করে বানানো হয়েছে। সোনা এবং সুনীলের বাড়িটিও তেমনই একটি নর্দমার উপরে অবৈধভাবে তৈরি হয়েছে, যার কারণে রাস্তায় জল জমে যাচ্ছে, এমন অভিযোগ নিয়ে বাড়িটি ভেঙে ফেলতে উদ্যোগী হয় পুরসভা। কিন্তু বাড়ির সামনে বুলডোজার আসা মাত্রই সোনা এবং সুনীল পুরসভার আধিকারিকদের হুমকি দেন, বাড়ি ভাঙা বন্ধ না হলে তাঁরা আত্মহত্যা করবেন।

সেই মতোই নিজেদের গায়ে পেট্রোল ঢালতে শুরু করেন ওই দম্পতি। উপস্থিত প্রতিবেশী ও পুলিশকর্মীরা তাঁদের নিরস্ত করার চেষ্টা করলেও লাভ হয়নি। কারও কোনও অনুরোধে কান দেননি ওই দম্পতি। তাঁরা জানান, তাঁদের বাড়িটি কোনও অবৈধ নির্মাণ নয়। তা প্রমাণ করার জন্য যথেষ্ট নথিপত্র তাঁদের কাছে আছে বলে দাবি করেন সোনা ও সুনীল। এরপরেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তাঁরা।

দেশলাই জ্বেলে গায়ে আগুন ধরানোর মুহূর্তে যদিও আটকে দেওয়া হয় দম্পতিকে। তাঁদের গায়ে জল ঢেলে পেট্রোল ধুয়ে দেওয়া হয়। তারপর অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় দুজনকে। তবে কিছুতেই তাঁদের বাড়ি ভাঙা আটকানো যায়নি। বাড়ির যে অংশটি নর্দমার উপর তৈরি করা হয়েছিল, তা শেষপর্যন্ত ভেঙে দেওয়া হয়। ওই দম্পতিকে থানায় নিয়ে যাওয়া হয়।

পুরসভার তরফে জানানো হয়েছে, সোনা ও সুনীলের বাড়ির যে অংশটুকু নিকাশি নালার উপর তৈরি করা হয়েছিল শুধুমাত্র সেই অংশটুকুই ভাঙার কথা জানিয়ে নোটিস দেওয়া হয়েছিল দম্পতিকে। কিন্তু তারপরেও তাঁরা সেই কাজে বাধা দিচ্ছিলেন। অগত্যা, তাঁদের সরিয়ে নিয়ে গিয়েই কাজ করতে বাধ্য হন পুলিশও পুরসভার আধিকারিকরা।

নীরব মোদীর আত্মহত্যার ঝুঁকি আছে, লন্ডন হাইকোর্টে জানালেন মনোবিদরা


ভিডিও স্টোরি