শেষ আপডেট: 18th March 2025 19:25
দ্য ওয়াল ব্যুরো: মন্দারমণিতে (Mandarmani) স্ত্রীকে খুনের পর আত্মঘাতী (Suicide) স্বামী। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা ঘটেছে। সোমবার রাতে দম্পতির বাড়ির একটি ঘর থেকেই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। সেই ঘর থেকেই মেলে প্রৌঢ়র ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
কোস্টাল থানা এলাকার পিছাবনি সংলগ্ন রামচন্দ্রনগর গ্রামে স্ত্রীকে কাতানের কোপ মেরে খুনের পর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। মৃতদের নাম ভাস্কর গিরি (৫২) ও দূর্গারানি গিরি (৪২)। ভাস্কর পানের ব্যবসা করতেন। পুলিশ জানতে পেরেছে, মদ্যপ অবস্থায় স্ত্রীকে খুন করেছেন তিনি। তাঁর মৃত্যু নিশ্চিত হওয়ার পর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় সূত্রে খবর, গ্রামের অদূরে একটি অনুষ্ঠান চলছিল। সেখানেই পরিবারের বাকি লোকজন ছিল। বাড়িতে ছিলেন শুধুমাত্র ভাস্কর ও তাঁর স্ত্রী। সেই সময়ই এই কাণ্ড ঘটান তিনি। প্রতিবেশীরা জানিয়েছেন, মদ খাওয়া নিয়ে প্রায়ই দুজনের মধ্যে অশান্তি হত। তাই অনুমান, তার জেরেই স্ত্রীকে খুন করেছেন ভাস্কর। তারপর অনুতাপে আত্মহত্যা করেছেন।
অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে ভাস্করের ছেলে দেখেন দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর না খুললে বাড়ির চালা ভেঙে ঘরে ঢুকে দেখেন বাবা গলায় দড়ি দিয়ে ঝুলছেন, মা মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে তিনি মন্দারমণি কোস্টাল থানার পুলিশকে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।