শেষ আপডেট: 8th March 2025 14:26
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ট্যাংরা, কসবা কাণ্ডের পুনরাবৃত্তি এবার জেলায়! আসানসোলের (Asansol) কুলটি এক দম্পতির গলা কাটা দেহ (Couple Body Found) উদ্ধার হল। মৃত ব্যক্তির নাম রূপকুমার বাউরি (৪০) এবং মালা বাউরি (৩৫)। পুলিশের অনুমান, দুজনেই আত্মঘাতী হয়েছেন। তবে কেউ কাউকে খুন করে আত্মহত্যা করেছেন কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিত নন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তাঁরা।
আসানসোলের কুলটির আলডি গ্রামে এই ঘটনা ঘটেছে। দম্পতির প্রতিবেশীরা এই খবর বাকরুদ্ধ। তারা কেউই ভাবতে পারছেন না এমন ঘটনা ঘটতে পারে। কেন এমন হল সে ব্যাপারে কেউ স্পষ্ট কিছু না বলতে পারলেও পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, বাজারে প্রচুর টাকা ঋণ হয়ে গেছিল দম্পতির। তা শোধ দিতে পারছিলেন না তাঁরা। সেই কারণেই আত্মহত্যা।
দম্পতির ঘর থেকে ধারাল অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। দুজনরেই গলায় কাটা দাগ মিলেছে। অনুমান, ওই অস্ত্র দিয়েই গলা কেটে আত্মহত্যা করতে গেছিলেন তাঁরা। কিন্তু ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে, গলা কাটার ফলে স্ত্রীর মৃত্যু হলেও কোনও রকমে বেঁচে গেছিলেন ওই ব্যক্তি। পরে তিনি গলায় দড়ি দিয়ে নিজেকে শেষ করেন। এক্ষেত্রে সন্দেহ, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন তিনি। যদিও এখনই এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি পুলিশ।
রূপকুমার পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং মালা পরিচারিকার কাজ করতেন বলে জানা গেছে। তাঁদের চার মেয়েও আছে। একজন বিবাহিত। বাকি তিনজন অবিবাহিত। এই ঘটনায় স্তম্ভিত প্রত্যেকেই। কেউ কেউ মনে করছেন, দম্পতির মধ্যে কোনও কারণে অশান্তি হয়েছিল। তার জন্যও এমন ঘটনা ঘটতে পারে। তবে বিগত কয়েকদিন ধরে পাওনাদাররা বাড়িতে আসছিল বলে জানিয়েছেন প্রতিবেশিদের একাংশ।