শেষ আপডেট: 21st June 2023 13:12
প্রভু জগন্নাথ, তিনি জগতের নাথ। তাই দেশ কালের গণ্ডিতে তিনি বাঁধা পড়েন না। তাঁর মহিমা ছড়িয়ে আছে দেশে দেশান্তরে।
বাংলাদেশের যশোরে প্রতি বছরের মতো এবারেও জগন্নাথদেবের রথের রশি টানত ভিড় জমিয়েছিলেন ভক্তরা। যশোরে শ্রীরামকৃষ্ণ আশ্রম ও শ্রীরামকৃষ্ণ মিশনে প্রত্যেক বছর রথযাত্রার দিন প্রভু জগন্নাথ,বলরাম ও সুভদ্রা দেবীর বিশেষ পুজো ও আরতি হয়। তারপর মিশনের বিশাল বাঁধানো চত্বরে রথ টানেন মিশনের সন্ন্যাসীরা ও অগণিত ভক্ত।
বিকেল থেকে রাত ন'টা পর্যন্ত আশ্রম প্রাঙ্গণে চলে রথ উৎসব। প্রসাদে থাকে বতদ ও জিলিপি। যশোর শ্রীরামকৃষ্ণ আশ্রমের পুরনো ট্র্যাডিশন মেনে জগন্নাথদেবের অন্নভোগের কোনও ব্যবস্থা থাকে না।
যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ জানালেন, 'জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আসেন মিশনে রথ দেখতে। প্রভু জগন্নাথের কৃপায় মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে মিলনমেলা।'
বর্ণমালার মাঝে বসে চা-কফি, সঙ্গে প্রিয় বই! শহরের প্রথম বুক ক্যাফেতে 'অভিযান' চালাবেন নাকি?