শেষ আপডেট: 13th July 2024 08:19
দ্য ওয়াল ব্যুরো: উপনির্বাচনেও কি সদ্য সমাপ্ত লোকসভা ভোটের ফলাফলের ধারা বজায় থাকবে? নাকি একুশের ভোটে জয়ী বিধানসভাগুলি আবার নিজেদের দখলে রাখতে সমর্থ হবে পদ্ম শিবির। শনিবার সকাল ৮টা থেকে গণনা শুরু হয়েছে রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে। একই সঙ্গে দেশের আরও ৬টি রাজ্যের ৯টি কেন্দ্রে উপ নির্বাচনের গণনা হচ্ছে এদিন। গণনা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ফলাফলের পূর্বাভাস স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
বুধবার ভোট হয়েছে কলকাতার মানিকতলা, উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট-দক্ষিণ এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভায়। তৃণমূল, বিজেপি সহ চারটি কেন্দ্রে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সকাল থেকেই গণনাকেন্দ্রের সামনে টানটান উত্তেজনা।
গতবারে মানিকতলায় জয়ী হয়েছিল তৃণমূল। বাকি তিনটি বিধানসভা আসনে বিজেপি জিতেছিল। শাসক দল তৃণমুলের দাবি, চারটি আসনেই তাঁদের জয় নিশ্চিত। অন্যদিকে, গতবারের তিনটি আসনে এবারে জয়ের সম্ভাবনা দেখছে গেরুয়া শিবিরও।
কলকাতার মানিকতলায় তৃণমূল বিধায়ক সাধন পান্ডের মৃত্যু হওয়ার কারণে নির্বাচন হচ্ছে। রায়গঞ্জে বিজেপির টিকিটে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পরে তৃণমূলে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। আর এবছর লোকসভা নির্বাচনে বিধায়ক পদ থেকে পদত্যাগ করে তৃণমূলের হয়ে রায়গঞ্জ আসনে দাঁড়িয়ে পরাজিত হয়েছেন তিনি।
অন্যদিকে, বাগদা আর রানাঘাট-দক্ষিণবিধানসভাতেও বিজেপির টিকিটে ২০২১ সালে নির্বাচনে জয়ী হওয়ার পর তৃণমূলে যোগ দিয়ে এবারের লোকসভা নির্বাচনে লড়াই করেছেন বিশ্বজিৎ দাস ও মুকুটমণি অধিকারী। এবার উপনির্বাচনে রায়গঞ্জ আসনে কৃষ্ণ কল্যাণী এবং রানাঘাট-দক্ষিণ আসনে মুকুটমণি অধিকারী ঘাসফুল শিবিরের টিকিট পেলেও বিশ্বজিৎ দাসকে টিকিট দেয়নি তৃণমূল। পরিবর্তে এখানে তৃণমূল প্রার্থী করেছে মধুপর্ণা ঠাকুরকে। আর মানিকতলায় তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে।
রায়গঞ্জ, রানাঘাট-দক্ষিণ ও মানিকতলায় তৃণমূল কংগ্রেস, বিজেপি ও কংগ্রেস-বাম জোটের মধ্যে ত্রিমুখী লড়াই হয়েছে। তবে বাগদা বিধানসভায় ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস আলাদাভাবে প্রার্থী দেওয়ায় চর্তুমুখী লড়াই হচ্ছে।
মানিকতলায় সুপ্তি পাণ্ডের বিপরীতে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ও বাম প্রার্থী রাজীব মজুমদার। রায়গঞ্জে বিজেপির প্রার্থী মানসকুমার ঘোষ। আর কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। রানাঘাট দক্ষিণে বিজেপির পদ্ম শিবিরের টিকিট পেয়েছেন মনোজ কুমার বিশ্বাস। আর বামেদের হয়ে রয়েছেন অরিন্দম বিশ্বাস। বাগদায় বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাস। বাম প্রার্থী গৌরাদিত্য বিশ্বাস এবং এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অশোককুমার হালদার। এখন দেখার জনতা জনার্দনের রায়ে কোন চারজনের মুখের হাসি চওড়া হয়।