শেষ আপডেট: 27th September 2024 22:49
দ্য ওয়াল ব্যুরো: আদালতের নির্দেশ মেনে গত ২৫ সেপ্টেম্বর ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন।
এবার বিজ্ঞপ্তি জারি করে এসএসসির তরফে জানিয়ে দেওয়া হল কাউন্সেলিংয়ের তারিখও। পুজোর আগে দু'দফায় হবে কাউন্সেলিং। পুজোর ছুটির পর ফের শুরু হবে এই প্রক্রিয়া।
এদিন এক বিজ্ঞপ্তিতে এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, মেধা তালিকায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের প্রথম দু'দফার কাউন্সেলিং হবে আগামী ৩ এবং ৪ অক্টোবর। এসএসসির কার্যালয় আচার্য সদনে হবে এই কাউন্সেলিং। পুজোর পরে আগামী ২৪, ২৮ ও ২৯ অক্টোবর বাকি তিন দফার কাউন্সেলিং হবে। মোট আসনের মধ্যে ১০ শতাংশ আসন পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষিত রয়েছে বলেও জানানো হয়েছে।
উচ্চ প্রাথমিক নিয়ে গত ২৮ অগস্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ৪ সপ্তাহের মধ্যে ১৪ হাজার ৫২ জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে। পরের ৪ সপ্তাহের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করতে হবে। আদালতের সেই নির্দেশ মেনে ৮৯৪৫ জন প্রার্থীর মেধাতালিকা প্রকাশ করেছে এসএসসি। এবার আদালতের নির্দেশ মেনে শুরু হচ্ছে কাউন্সেলিং পর্বও।
কাউন্সেলিং প্রক্রিয়া মিটলে পরবর্তী এক মাসের মধ্যে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করারও নির্দেশ দিয়েছিল আদালত। সেক্ষেত্রে পুজোর একমাসের মধ্যে উচ্চ প্রাথমিক স্কুলে কয়েক হাজার নতুন শিক্ষক শিক্ষিকা চাকরির নিয়োগপত্র পাবেন বলে মনে করা হচ্ছে।