শেষ আপডেট: 28th January 2025 14:51
দ্য ওয়াল ব্যুরো: কাউন্সিলর নাকি গুন্ডা! প্রোমোটারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ। টাকা না দিলে প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়! মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে।
ওই মামলাতেই মঙ্গলবার বড় নির্দেশ দিল হাইকোর্ট। সংশ্লিষ্ট প্রোমাটারের পাহারায় দুজন পুলিশ কর্মীকে মোতায়েনের নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
আদালত সূত্রের খবর, কাউন্সিলর সমরেশ চক্রবর্তী বিরুদ্ধে গুন্ডামির অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বাগুইআটির প্রোমোটার কিশোর হালদার। তাঁর অভিযোগ, এলাকায় কাউন্সিলরের গুন্ডামির জেরে তিনি এবং অন্য আরও প্রোমোটাররা অতিষ্ঠ। প্রত্যেক প্রমোটিং এর ক্ষেত্রেই এই লক্ষাধিক টাকা দাবি করা হত কাউন্সিলরের পক্ষ থেকে। টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হত। এদিকে পুলিশে অভিযোগ জানালেও পুলিশ কোনও পদক্ষেপ করত না।
ওই মামলাতেই সংশ্লিষ্ট ঠিকাদারের নিরাপত্তায় দু'জন পুলিশ কর্মীকে নিযুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। হাইকোর্টের তরফে বিধাননগরের পুলিশ কমিশনারকে দ্রুত এই নির্দেশ পালন করতে বলা হয়েছে। তবে এ ব্যাপারে অভিযুক্ত প্রোমোটারের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।