শেষ আপডেট: 8th November 2024 13:06
দ্য ওয়াল ব্যুরো: এবার নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির গড়েই বিজেপির দ্বন্দ্ব সামনে এল। বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি প্রায় ৬৫ লক্ষ টাকা নয়ছয় করেছেন।
পাশাপাশি দুর্নীতির অভিযোগও রয়েছে। আর তাই নন্দীগ্রাম থানার দ্বারস্থ হলেন নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ থেকে শুরু করে বিজেপির নেতা, পদাধিকারীরা।
সেপ্টেম্বর মাসে নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে এলাকা উন্নয়ন প্রকল্প-সহ প্রায় ৬৫ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছিল। পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় বিজেপি প্রধান দীনবন্ধু মণ্ডল। পাল্টা প্রধানের বিরুদ্ধেও অভিযোগ করেন পঞ্চায়েত সচিব নীলকমল দাস।
গত ১৯ অক্টোবর পুলিশ পঞ্চায়েত সচিবকে গ্রেফতার করে। বিজেপি প্রধানকে কেন গ্রেফতার করা হয়নি এই প্রশ্ন তুলে গতকাল থানায় যান তাঁরই দলের নেতারা। বিজেপির এই কোন্দলের সুযোগ নিয়ে কটাক্ষ করে মাঠে নেমে পড়েছে তৃণমূল।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই নদীয়ার কল্যাণীতে প্রকাশ্যে এসেছিল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এসসি মোর্চার রাজ্য কমিটির সদস্য শ্রীনিবাস মণ্ডলের ওপর হামলা হয়। চেয়ারের পায়া দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগও ওঠে। বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বজিৎ পালের নেতৃত্বেই হামলার অভিযোগ তোলা হয়েছিল।
শ্রীনিবাসের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ করেন মণ্ডল সভাপতি। কল্যাণী থানায় দু'পক্ষের অভিযোগ দায়ের হয়। মণ্ডল সভাপতি বিশ্বজিৎ পাল-সহ দু'জনকে গ্রেফতার করে পুলিশ।