শেষ আপডেট: 30th April 2020 16:55
দ্য ওয়াল ব্যুরো: তাঁর ছেলে খুন হয়েছে যার হাতে, তাকেই জেল থেকে ছেড়ে দিতে অনুরোধ করলেন স্বয়ং মা! আর্জেন্টিনার এই ঘটনায় চমকে গেছে প্রশাসনও। তাদের কাছে হঠাৎই এক মহিলার চিঠি আসে, যাতে তিনি এক জেল বন্দির সাময়িক মুক্তির আর্জি জানিয়েছেন। কিন্তু জানা যায়, সেই বন্দিই ওই মহিলার নিজের সন্তানের খুনি! তাহলে কেন এমন আর্জি? কারণ ওই মা চান না, তাঁর সন্তানের হত্যাকারী করোনা সংক্রমণে ভুগে মারা যাক। করোনার বিরুদ্ধে লড়াই করার আপাতত অন্যতম দাওয়াই শারীরিক দূরত্ব বজায় রাখা। কিন্তু জেলের মতো একটি জনবহুল জায়গায় তা কার্যত অসম্ভব। বহু দেশেই এই পরিস্থিতির বিচার করে বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে জেল থেকে সাময়িক ভাবে। চিলির প্রাক্তন রাষ্ট্রপতি, রাষ্ট্রসংঘের হিউম্যান রাইটস হাই কমিশনার মিশেল বাচেলেট লাতিন আমেরিকার আর্জেন্টিনার কারাগারের স্যানিটাইজেশনের অবস্থাকে ইতিমধ্যেই বর্ণনা করেছেন রীতিমতো শোচনীয় বলে। পাশাপাশি তিনি কম বিপজ্জনক বন্দিদের মুক্তি দেওয়ার অনুরোধও জানিয়েছেন। মহামারীর কারণে চিলি এবং কলম্বিয়া হাজার হাজার বন্দিকে মুক্তি দিয়েছে ইতিমধ্যেই। বন্দিদের মুক্তির দাবিতে প্রায় দাঙ্গাও বেধে যায় আর্জেন্টিনার ভিল্লা ডেভোটো জেলে।