শেষ আপডেট: 7th April 2020 07:44
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৭০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হল! প্রত্যেকেরই করোনাভাইরাস সংক্রমণ রয়েছে কিনা পরীক্ষা করে দেখা হবে বলে জানা গিয়েছে সরকারি তরফে। গতকাল অর্থাৎ মঙ্গলবার উদ্ধব ঠাকরের বাসভবন মাতশ্রীর কাছে একটি চায়ের দোকানের কর্মচারীর করোনা পজিটিভ ধরা পড়ার পরেই নেওয়া হয়েছে এই সতর্কতা। গতকাল সংক্রমণের খবর মিলতেই সিল করে দেওয়া হয়েছিল গোটা এলাকা। স্যানিটাইজ়ও করা হয়েছে আশপাশ। জানা গেছে, বান্দ্রা উপনগরের যে বাড়িতে থাকেন উদ্ধব ঠাকরে, তারই কাছাকাছি একটি চায়ের দোকানের এক কর্মচারী অসুস্থ হয়ে পড়েছিলেন ক’দিন আগে। করোনা পরীক্ষা করানো হয় তাঁর। রিপোর্ট আসে পজ়িটিভ। মাতশ্রী নামের ওই বাসভবনটি ঠাকরে পরিবারের পুরনো বাড়ি। বহু সদস্য থাকেন। ফলে কোনও ঝুঁকি না নিয়েই নিরাপত্তারক্ষীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কারণ নিরাপত্তারক্ষীরা ওই চায়ের দোকানে গিয়ে থাকতে পারেন বলেই আন্দাজ। পূর্ব বান্দ্রার উত্তর ভারতীয় সঙ্ঘ বিল্ডিংয়ে রাখা হবে তাঁদের। জানা গেছে, এমনিতেই করোনার প্রকোপ শুরু হওয়ার সময় থেকে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখছিলেন উদ্ধব। তিনি নিজেই গাড়ি চালিয়ে বেরোচ্ছিলেন, তাঁর নিরাপত্তাকর্মীরা আসছিলেন পেছনের গাড়িতে। ফলে উদ্ধবের কোনও ভাবে করোনা-সংস্পর্শে আসার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। তবু এই পরিস্থিতিতে সাবধানের মার নেই।