শেষ আপডেট: 21 December 2023 13:39
দ্য ওয়াল ব্যুরো: সামনেই বড়দিন। তারপর বর্ষবরণ। এমন আবহে করোনার নয়া সংক্রমণে দেশজুড়ে বাড়ছে আতঙ্ক।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ছ‘শোরও বেশি মানুষ করোনা আক্রান্ত। শীর্ষে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় কেরলের ২৯২ জনের শরীরে করোনার নতুন উপপ্রজাতি JN.1 এর সংক্রমণ পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে ৩ জনের। আক্রান্তের খোঁজ মিলেছে তামিলনাড়ু, মহারাষ্ট্র, তেলঙ্গানা, পঞ্জাব, দিল্লি, গোয়া এবং গুজরাতে। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩১১।
শুধু এদেশে নয়, বিশ্বজুড়েই নতুন করে করোনার বাড়বাড়ন্তে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে ইতিমধ্যে রাজ্যগুলিকে সতর্ক বার্তা পাঠানো হয়েছিল। এ ব্যাপারে বুধবার রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনায় বসেন স্বাস্থ্যসচিব। সেখানে করোনা আক্রান্তদের RT-PCR টেস্টের ওপর জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, এ ব্যাপারে কলকাতা এবং জেলার হাসপাতালগুলিকে বাড়তি পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। এই মুহূর্তে রাজ্যে সেভাবে করোনার বিশেষ বাড়বাড়ন্তের ঘটনা না ঘটলেও আপৎকালীন পরিস্থিতির কথা বিবেচনা করে কলকাতা এবং জেলার হাসপাতালগুলিতে কিছু বেড কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
জানা গেছে, স্বাস্থ্য ভবনের তরফে সতর্ক করার পরই কলকাতায় বেলেঘাটা আইডি হাসপাতাল এবং এম আর বাঙুর হাসপাতালে আইসিইউ-সহ কিছু বেড কোভিড রোগীদের জন্য রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সামনেই রয়েছে বড়দিনের উৎসব। তারপর নিউ ইয়ার। এ ব্যাপারে সতর্ক করে নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন উৎসবে ভিড়ের দিকে বাড়তি নজরদারি রাখতে হবে। জনস্বাস্থ্যর দিকে বাড়তি নজর দিতে হবে যাতে নতুন করে সংক্রমণ না ছড়িয়ে পড়ে। সংক্রমিত এলাকায় কোভিড নিয়ম ফের নিশ্চিত করতে হবে।
শুধু ভারত নয়, বিশ্বজুড়েই নতুন করে চোখ রাঙাচ্ছে করোনার নয়া ভেরিয়েন্ট। ইতিমধ্যে সিঙ্গাপুরে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলিতে বেড নেই। তথৈবচ হাল আইসিসিইউতেও। সংক্রমণ ঠেকাতে তাই ফের মাস্ক বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রক।
বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে সকলের মাস্ক পরা এবং কোভিডের দুটি টিকা নেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রক। সিঙ্গাপুরের দেখানো পথে হেঁটে মাস্ক বাধ্যতামূলক করেছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া বিমানবন্দরেও।