শেষ আপডেট: 24th May 2023 13:04
দ্য ওয়াল ব্যুরো: পেশায় ইউটিউবার। নেশা, সোশ্যাল মিডিয়ায় লাইক কুড়ানো। তা করতে গিয়েই এমন কাণ্ড ঘটাচ্ছিলেন যুবক, যে পথচলতি লোকজন ঘাবড়ে যাচ্ছিলেন। এমনকী, রাতবিরেতে তাঁকে বাইক নিয়ে স্টান্ট (Bike stunt) করতে দেখে পুলিশকর্মীরা পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন। এরপরেই ওই ইউটিউবারের বাইক বাজেয়াপ্ত করল পুলিশ (Cops Seize YouTuber's Bike)। সঙ্গে ওই যুবককে জানাল, তাঁর বাবা-মায়ের দুশ্চিন্তা না থাকতে পারে, তবে ওঁদের রয়েছে।
ঘটনাটি উত্তরপ্রদেশের গৌতমপল্লী এলাকার। জানা গেছে, মঙ্গলবার রাতে রাস্তায় বাইক নিয়ে নানারকম স্টান্ট দেখিয়ে বেড়াচ্ছিল ওই ইউটিবার তরুণ। বিপজ্জনক সেইসব স্টান্ট দেখে ভয়ে শিউরে উঠছিলেন রাস্তার লোকজন। এমনকী, রাস্তায় কর্তব্যরত পুলিশকর্মীরাও আঁতকে উঠেছিলেন।
এরপরেই তাঁরা ওই যুবককে দাঁড় করান।
তারপরেই ওই যুবকের বাইকটি বাজেয়াপ্ত করা হয়। গৌতমপল্লীর ইন্সপেক্টর সুধীর কুমার জানিয়েছেন, 'হতেই পারে, তোমার বাবা-ম্মায়ের কোনও মাথাব্যথা নেই, তবে আমরা চিন্তিত।'
https://twitter.com/ANINewsUP/status/1661212463600377857?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1661212463600377857%7Ctwgr%5E3b789529060be415570eb9154ffe7277a534a172%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fwe-are-worried-for-you-up-cops-seize-youtubers-bike-for-performing-stunts-4062120
সাম্প্রতিককালে তরুণ-তরুণীদের এই ধরনের একাধিক বাইক স্টান্টের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁদের বেশিরভাগেরই মাথায় হেলমেট কিংবা অন্য কোনও সুরক্ষা দেওয়ার জিনিস ছিল না। এবং প্রায় প্রত্যেক ক্ষেত্রেই দেখা গিয়েছিল, সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর লোভেই এমন দুঃসাহসিক কাজ করছেন তাঁরা।
গত ১ মার্চ মুম্বই পুলিশ এরকমই একটি বাইক স্টান্টের ঘটনায় ৩ তরুণীকে গ্রেফতার করেছিল। জানা গিয়েছিল, একই বাইকে ৩জন উঠেছিলেন, কারওরই মাথায় হেলমেট ছিল না। মাঝে বসে একজন বাইক চালাচ্ছিলেন, বাকিরা উঠে দাঁড়িয়ে কেরামতি দেখাচ্ছিলেন। এমনকী, চলন্ত বাইক থেকেই ভিডিও রেকর্ড করছিলেন একজন।
তৃতীয় স্থানে দুই সহপাঠী শ্রেয়া-অনসূয়া, উচ্চমাধ্যমিকে বালুরঘাটের স্কুলের নজরকাড়া ফল