শেষ আপডেট: 2nd October 2022 11:30
দ্য ওয়াল ব্যুরো: ভূস্বর্গে ফের জঙ্গি হামলার (Terror Attack) ঘটনা সামনে এল। রবিবার দুপুরে কাশ্মীরের পুলওয়ামায় (Pulwama) জঙ্গি হামলায় প্রাণ গেল এক পুলিশকর্তার। জখম হয়েছেন আরও এক সিআরপিএফ জওয়ান।
কাশ্মীর জোন পুলিশ টুইট করে এদিনের ঘটনাটি জানিয়েছে। ঘটনা ঘটা পরেই এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। খোঁজ চলছে জঙ্গিদের।
দিন কয়েক ধরেই কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা সমানে আসছে। সোপায়েনের ঘণ্টা কয়েক আগেই পুলিশের এনকাউন্টারে প্রাণ গিয়েছিল এক লস্কর জঙ্গির। তিন ঘন্টার লড়াইয়ে শেষ হাসি হেসেছিল পুলিশ।
কিন্তু তার ঘণ্টা কয়েক যেতে না যেতেই পাল্টা জঙ্গি হামলার ঘটনা সামনে এসেছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তিনদিনের জম্মু কাশ্মীর সফরের ২৪ ঘণ্টা আগে এই ঘটনা চিন্তায় ফেলেছে স্থানীয় পুলিশ প্রশাসনকে। যদিও এই ঘটনার পর শাহের নিরাপত্তা বাড়ানো হবে কিনা সেই বিষয়ে কেউ মুখ খোলেনি।
ইডেনে সেদিন রেফারি সুধীনদা আমাকে ও দিলীপকে লাল কার্ড না দেখাতেই পারতেন