ঘটনায় সরাসরি বিজেপিকে দায়ী করেছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ, পরিকল্পিতভাবেই নিশানা করা হয়েছে। তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি।
প্রতীকী ছবি
শেষ আপডেট: 4 July 2025 03:59
দ্য ওয়াল ব্যুরো: কোচবিহার-২ ব্লকের ঝিনাইডাঙা এলাকায় বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ হলেন তৃণমূল নেতা রাজু দে। রাত ১১টা নাগাদ বাড়ি ফেরার সময় এই হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়। আপাতত স্থিতিশীল তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজু দে কোচবিহার-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং চকচকা অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি। দলীয় কাজ সেরে ফিরছিলেন তিনি, সেই সময় কালো রঙের একটি স্করপিও গাড়িতে এসে একদল দুষ্কৃতী তাঁর উপরে গুলি চালায়। গুলি তাঁর ডান কাঁধে লাগে।
এই ঘটনার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করেছে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবেই রাজু দে-কে নিশানা করা হয়েছে। তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। উত্তর কোচবিহার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায় পাল্টা অভিযোগে বলেন, ‘‘এই হামলার পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই দায়ী। ওদের অনেক কর্মী সমাজবিরোধী কার্যকলাপে জড়িত। নিজেদের অন্তর্দ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে। বিজেপির কোনও নেতা বা কর্মী এর সঙ্গে যুক্ত নয়।’’
তিনি আরও দাবি করেন, ‘‘তৃণমূল জেলা সভাপতি ও নেতৃত্ব নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বিজেপির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনছে।’’
গুলি চলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় থানা সূত্রে খবর, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সন্দেহভাজন দুষ্কৃতীদের গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।