শেষ আপডেট: 8th March 2025 16:27
দ্য ওয়াল ব্যুরো: আজ, ৮ মার্চ নারী দিবস (International Women's Day)। মেয়েদের জন্য আলাদা করে, 'কেটেছেঁটে' একটা দিন। আর আজই নারী শক্তিকে সম্মান জানাতে এবং তাঁদের ক্ষমতায়ন আরও প্রসার করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় রেলের (Indian Railway) আলিপুরদুয়ার ডিভিশন। সংশ্লিষ্ট ডিভিশনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন কোচবিহারে (Cooch Behar) আজ থেকেই সম্পূর্ণভাবে মহিলা কর্মী পরিচালিত করা হয়েছে।
বাংলা-সহ ভারতের বিভিন্ন রাজ্যে ঠিক এমনই পুরোটা মহিলা পরিচালিত রেল স্টেশন রয়েছে। যার মধ্যে অন্যতম শিলিগুড়ি টাউন স্টেশন। এবার সেই তালিকায় উঠে এল কোচবিহার রেল স্টেশনের নাম।
জানা গিয়েছে, স্টেশনের টিকিট পরীক্ষক থেকে শুরু করে স্টেশন মাস্টার, টিকিট কাউন্টারের কর্মী এবং আরপিএফ, সব ক্ষেত্রেই কেবলমাত্র মহিলারাই দায়িত্ব সামলাবেন।
ঐতিহাসিক গুরুত্বের জন্য আগেই হেরিটেজ স্বীকৃতি দেওয়া হয়েছে কোচবিহার রেল স্টেশনকে। এবার এই স্টেশনই আলিপুরদুয়ার ডিভিশনের প্রথম মহিলা কর্মী পরিচালিত রেল স্টেশন।
কোচবিহার রেল স্টেশনে সুপারভাইজার তনুশ্রী দাস জানান, "আজ নারী দিবসে এরকম দায়িত্ব মেয়ে আমরা সকলেই খুশি। ব্যক্তিগতভাবে চেষ্টা করব আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার। যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, তাও নজরে রাখব।"