শেষ আপডেট: 3rd September 2023 10:00
দ্য ওয়াল ব্যুরো: গত বছর ৭ সেপ্টেম্বর, কন্যাকুমারী থেকে 'ভারত জোড়ো যাত্রা' শুরু করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। জানুয়ারি মাসের ৩০ তারিখ সেই যাত্রা শেষ হয় কাশ্মীরে। ১৩০ দিন ধরে দেশের ১২টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত রাজ্যে ঘুরেছেন রাহুল। শুধু কংগ্রেসের নেতা-কর্মীরা নন, তাঁরা যাত্রায় সামিল হয়েছিলেন সাধারণ মানুষও। রাহুলের সঙ্গেই তাঁরা হেঁটেছেন মাইলের পর মাইল পথ। সেই যাত্রার এক বছর পূর্ণ হতে চলেছে। সেই উপলক্ষে কংগ্রেস (Congress) আগামী ৭ সেপ্টেম্বর দেশজুড়ে প্রতিটি জেলায় 'প্রতীকী' ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) পালন করার সিদ্ধান্ত নিল।
ভারত জোড়ো যাত্রা শেষ হতেই বিপাকে পড়েছিলেন রাহুল। মোদী পদবি বিতর্ক মামলা নিয়ে টানাপড়েন চলে। সাময়িক ভাবে খোয়াতে হয় সাংসদ পদ। কিন্তু আইনি লড়াইয়ে শেষ হাসি হেসেছেন রাহুলই। ফিরে পেয়েছেন সাংসদ পদ। স্বমহিমায় বাদল অধিবেশনে সংসদে বক্তৃতাও দিয়েছেন।
এদিকে, কংগ্রেসের মধ্যেও শুরু হয়ে গেছে ভারত জোড়ো যাত্রা ২.০-র প্রস্তুতি। জানা গেছে, এই সেপ্টেম্বর থেকেই ফের রাহুল বের হবেন যাত্রায়। এবার যাত্রা শুরু করবেন গুজরাত থেকে। যে গুজরাতকে ইদানীং নরেন্দ্র মোদীর খাস তালুক বলে চিহ্নিত করা হয়। যাত্রা শেষ করবেন মেঘালয়ে। ছুঁয়ে যাবেন বাংলাও।
দেশের বিভিন্ন রাজ্যের কংগ্রেস নেতাদের মধ্যে 'ভারত জোড়ো যাত্রা'র প্রস্তুতি দেখা যাচ্ছে। এই যাত্রাপথের রুট এখনও চূড়ান্ত নয়, তবে মানুষের মধ্যেও এই কর্মসূচি নিয়ে উৎসাহের খামতি নেই। আগের যাত্রা পথে প্রায় রোজই কোনও না কোনও চমক ছিল।
সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছিলেন রাহুল। মানুষের অভাব অভিযোগ, খুব কাছ থেকে দেখেছেন তিনি। তাঁর সঙ্গে হেঁটেছিলেন কংগ্রেসের বড় বড় নেতারা। মা সনিয়া, বোন প্রিয়ঙ্কা গান্ধীকে দেখা গিয়েছিল রাহুলের পাশে। এবার দেখার 'ভারত জোড়ো যাত্রা'র দ্বিতীয় ভাগে কী কী চমক অপেক্ষা করছে। তবে তার আগেই প্রথম যাত্রার বর্ষপূর্তি উদযাপনের প্রস্তুতি শুরু করে দিল কংগ্রেস।
আরও পড়ুন: এক দেশ-এক ভোট-এক দল