শেষ আপডেট: 26th March 2023 07:22
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দিল্লিতে মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে (Rajghat) রবিবার সকালে ধর্নায় বসেছেন কংগ্রেস (Congress) নেতারা। রাজঘাটের এক প্রান্তে মঞ্চ বাঁধা হয়েছে। উপস্থিত আছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, প্রিয়ঙ্কা গান্ধী, কেসি বেণুগোপালের মতো নেতারা।
এদিকে, দিল্লি পুলিশ কংগ্রেস সদর দফতরে চিঠি পাঠিয়ে বলেছে, রাজঘাটে ধর্না বেআইনি। ওখানে ১৪৪ ধারা জারি আছে। তাছাড়া নিরাপত্তা এবং যান চলাচলের কারণেও ওখানে ধর্নায় অনুমতি দেওয়া যাবে না। ধর্না মঞ্চ সরিয়ে নিতে হবে।
রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ খারিজের প্রতিবাদে সকাল ১০টা থেকে শুরু হওয়া ধর্না চলার কথা বিকাল ৫টা পর্যন্ত। দিল্লি এবং আশপাশের এলাকা থেকে বহু কংগ্রেস কর্মী সেখানে হাজির হয়েছেন। ওয়াকিবহাল মহলের ধারনা, পুলিশ জমায়েতকে বেআইনি ঘোষণা করে গ্রেফতার করে নিতে পারে কংগ্রেস নেতাদের। দিল্লি পুলিশ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্ররের অধীনে কাজ করে। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল অমিত শাহের পুলিশের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ‘মোদী সরকার আমাদের সংসদে কথা বলতে দেয় না। সংসদের বাইরেও বাধা দিচ্ছে।
তবে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেসের আর এক সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদী কাপুরুষ। বিরোধীদের মোকাবিলা করার সাহস নেই।’ প্রিয়ঙ্কা আরও বলেন, ‘আমি একথা বলেই যাব। তাতে পুলিশ যদি আমাকে গ্রেফতার করে করবে।’
বিজেপি এবং মোদীকে আক্রমণ করে কংগ্রেস নেত্রী বলেন, ‘ওরা আমার বাবাকে অপমান করেছে, মা’কে অপমান করেছে, এমনকী ওই দলের একজন মুখ্যমন্ত্রী দাদার পিতৃ পরিচয় নিয়ে কটাক্ষ করেছে। বিজেপি কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।’
প্রিয়ঙ্কা বলেন, ‘বিজেপি আমাদের ঘৃণা করে। আর আমার দাদা রাহুল প্রধানমন্ত্রীকে গলায় জড়িয়ে ধরেছেন। আমাদের পরিবার রক্তের বিনিময়ে গণতন্ত্র, দেশের অখণ্ডতা রক্ষা করেছে।’
রাহুল: আজ দিনভর সত্যাগ্রহ কংগ্রেসের, দাদাকে নিয়ে রাজঘাটে যাবেন প্রিয়ঙ্কা