শেষ আপডেট: 27th August 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণে মৃত্যু হল তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ এইচ বসন্তকুমারের। তিনি কন্যাকুমারীর সাংসদ ছিলেন। চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। বসন্তকুমারের বয়স হয়েছিল ৭০ বছর। অগস্টের গোড়াতেই সংক্রমণের উপসর্গ দেখা গিয়েছিল তাঁর। কোভিড টেস্ট করিয়ে রিপোর্ট পজিটিভ আসে। গত ১০ অগস্ট চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ভাইরাসের সংক্রমণ বেশিমাত্রায় ছড়িয়ে পড়েছিল সাংসদের শরীরে। নিউমোনিয়া ধরা পড়েছিল তাঁর। শ্বাসের সমস্যাও ছিল। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছিল। আজ সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। সূত্রের খবর, তামিলনাড়ুতে এই প্রথম কোনও সাংসদের মৃত্যু হল কোভিড সংক্রমণে। বসন্তকুমার আগে ছিলেন দু’বারের বিধায়ক। গত লোকসভা নির্বাচনে তিনি কন্যাকুমারী থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়েছিলেন। বসন্ত অ্যান্ড কোম্পানি নামে কয়েকটি ইলেকট্রনিক্স যন্ত্রপাতির স্টোর ছিল তাঁর। বসন্ত টিভি চ্যানেলও খুলেছিলেন তিনি। https://twitter.com/narendramodi/status/1299350205226123264 সাংসদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। করোনা সংক্রমণের থাবা পড়েছে রাজনীতির দুনিয়াতেও। এর আগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তামিলনাড়ুর বিধায়ক তথা ডিএমকে নেতা জে আনবাঝাগানের। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রমেও ভুগছিলেন তিনি। চেন্নাইয়ের ডক্টর রেলা ইনস্টিটিউট অ্যান্ড মেডিক্যাল সেন্টারে চিকিৎসা চলছিল ওই বিধায়কের। দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। আজই নতুন সংক্রমণ ধরা পড়েছে প্রায় ৭৭ হাজার। দৈনিক সংক্রমণ বৃদ্ধিতে বিশ্বের মধ্যে রেকর্ড করেছে ভারত। তামিলনাড়ুতে করোনা সংক্রমণ চার লাখের বেশ। চেন্নাইতেই প্রতিদিন নতুন সংক্রমণ ধরা পড়ছে ১২০০ জনের কাছাকাছি।