শেষ আপডেট: 10th January 2025 21:26
দ্য ওয়াল ব্যুরো: এবার কেরলেও খাতা খুলল তৃণমূল কংগ্রেস। শুক্রবার তৃণমূলে যোগ দিলেন কেরলের নির্দল বিধায়ক পিভি আনভার। আগে কংগ্রেসে ছিলেন আনভার।
দলীয় সূত্রের খবর, গত বছরের শেষেই তৃণমূলে যোগদানের ইচ্ছে প্রকাশ করেছিলেন এই প্রাক্তন কংগ্রেস বিধায়ক। এদিন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন পিভি আনভার।
কেরলের নীলাম্বুরেরর বিধায়ক আনভার এদিন তৃণমূলে যোগদানের পর বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত।"
Extending a very warm welcome to Shri P V Anvar, MLA Nilambur, who joined the @AITCofficial family today in the presence of our Hon'ble Nat'l GS Shri @abhishekaitc.
— All India Trinamool Congress (@AITCofficial) January 10, 2025
Together, we shall work towards the welfare of the people of our nation. pic.twitter.com/6qqI9yndWl
বস্তুত, কেরল বিধানসভায় এতদিন তৃণমূলের কোনও বিধায়ক ছিল না। এদিন নীলাম্বুরেরর বিধায়ক আনভারের হাত ধরে সে রাজ্যের বিধানসভায় খাতা খুলল বাংলার শাসক। এ ব্যাপারে টুইটে স্বাগত জানিয়েছেন অভিষেকও।
Warmest welcome to Shri PV Anvar, the esteemed MLA from Nilambur, Kerala, as he joins the @AITCofficial family.
— Abhishek Banerjee (@abhishekaitc) January 10, 2025
His dedication to public service and his advocacy for the rights of the people of Kerala enrich our shared mission of inclusive growth.
Together, we will strive for a… https://t.co/0ypxUv9DC2
এ বিষয়ে টুইটে অভিষেক লিখেছেন, 'এবার আমরা দেশের মানুষের কল্যাণে আরও বেশি করে কাজ করতে পারব।'
ইতিমধ্যে কংগ্রেসের সমর্থনে মেঘালয় বিধানসভায় বিরোধী দলনেতার মর্যাদা পেয়েছেন তৃণমূলের মুকুল সাংমা। প্রসঙ্গত, ২০২১ সালে বাংলার তখতে তৃতীয়বার বসার পরই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পাশাপাশি বাইরের রাজ্যেও সাংগঠনিক বিস্তারের উদ্যোগ নিয়েছিলেন।
নেত্রীর নির্দেশে গোয়া, ত্রিপুরা, মেঘালয়ে সংগঠন বৃদ্ধিতে জোর দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংশ্লিষ্ট তিনটি রাজ্যের ভোটে লড়াইও করেছিল তৃণমূল। মেঘালয়ে পাঁচটি আসনে জয়ীও হন জোড়াফুলের প্রার্থীরা। মেঘালয়ের পর এবার কেরলেও খাতা খুলল বাংলার শাসকদল।