শেষ আপডেট: 15th September 2024 10:58
দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে বোমাবাজির শব্দে কেঁপে উঠল সবজি বাজার। দুষ্কৃতীদের বোমার ঘায়ে ঘটনাস্থলেই মৃত্যু হল এক কংগ্রেস নেতার। মালদহের মানিকচকের ধরমপুর বাজারের ঘটনা।
ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বাজারের মধ্যে। আতঙ্কে বাজারের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। নিহত কংগ্রেস নেতার নাম সইফুদ্দিন। কারা খুন করল, খুনের নেপথ্যে কী কারণ রয়েছে তা খতিয়ে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাজার করছিলেন সইফুদ্দিন। তখনই এক দুষ্কৃতীকে তাঁকে লক্ষ্য করে পিছন থেকে পিঠে বোমা মারে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সইফুদ্দিন।
পালানোর সময় দুষ্কৃতীরা আরও কয়েকটি বোমা ছোঁড়ে বলে অভিযোগ। আতঙ্কে পুরো বাজার জনশূন্য হয়ে যায়। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে।
পুরনো শত্রুতার জেরে এই খুন বলে অভিযোগ মৃতের পরিবারের। মৃতের পরিবারের বক্তব্য, শাসকদলের দুষ্কৃতীরাই এই খুন করেছে। আগেও পরিবারের একজনকে ওরা খুন করেছিল। মৃত কংগ্রেস নেতার পরিবারের অভিযোগকে সমর্থন জানিয়েছে সিপিএমের স্থানীয় নেতারা। তৃণমূলের অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন।