শেষ আপডেট: 30th July 2023 04:44
দ্য ওয়াল ব্যুরো: নিজের স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক কংগ্রেস নেতার (Congress leader) বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, তেলেঙ্গানার (Telengana) হায়দরাবাদে নিজের বাড়িতেই স্ত্রীর সঙ্গে একপ্রস্ত মারামারি হয় তার। এরপরই স্ত্রীকে দরজায় মাথা ঠুকে মাটিতে ফেলে মারে ওই ব্যক্তি। হত্যার অভিযোগে তাকে শনিবার গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দেড় বছর আগে এই দম্পতির বিয়ে হয়েছিল। মহিলার বয়স মাত্র ২৭ বছর। ঘটনাটি ঘটেছে গত ১৪ জুলাই।
জানা গিয়েছে, অভিযুক্ত কংগ্রেস নেতার নাম বল্লভ রেড্ডি। অভিযোগ, ওইদিন দম্পতির মধ্যে ঝামেলা বেঁধেছিল। সেসময় হঠাৎই রেড্ডি তার স্ত্রীকে মারধর শুরু করে, এমনকী দেওয়াল ও দরজার ফ্রেমের সঙ্গে স্ত্রীর মাথা ঠুকে তাঁকে মাটিতে ফেলে দেয়। মাথায় গুরুতর আঘাত পেয়ে মেঝেতে লুটিয়ে পড়েন ওই মহিলা। গলগল করে রক্ত বেরোতে শুরু করে। এরপর অভিযুক্ত স্বামী মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ গোটা ঘটনাটি পুলিশকে জানায় এবং প্রাথমিকভাবে একটি সন্দেহজনক মৃত্যুর মামলা দায়ের করা হয়। এদিকে মহিলার মৃত্যুর ঘটনায় তাঁর বাবাও থানায় অভিযোগ দায়ের করেছেন। পরে তাঁর দেহের ময়নাতদন্ত করে জানা যায় যে, মহিলার পেটে অভ্যন্তরীণ আঘাত ছিল। এরপরই খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু হয়।
তদন্ত চালানো হয় অভিযুক্ত কংগ্রেস নেতার হায়দরাবাদের সেই বাড়িতেও। জেরা করা হয় তাকেও। তখনই পুলিশের কাছে স্ত্রীকে খুনের কথা স্বীকার করে ওই ব্যক্তি। একইসঙ্গে এও জানায় যে প্রমাণ লোপাট করতে মেঝে থেকে সে রক্তের দাগও মুছে ফেলেছে। অবশেষে গত ২৬ জুলাই পুলিশ অভিযুক্ত কংগ্রেস নেতা বল্লভ রেড্ডিকে গ্রেফতার করে।
স্বামী-ছেলের দেহ দেখতে চান মণিপুরের ধর্ষিতার মা, ‘ইন্ডিয়া’র প্রতিনিধিদের কাছে কাতর আর্তি