শেষ আপডেট: 6 November 2022 21:23
দ্য ওয়াল ব্যুরো: গুজরাত ও হিমাচলপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনের দলীয় ইস্তাহারে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) চালু করার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি (BJP)। কংগ্রেস (Congress) জানাল, এই বিষয়ে তাদের আপত্তি (objection) নেই। তবে ঐক্যমতের ভিত্তিতে অগ্রসর হোক সরকার, চায় কংগ্রেস।
গুজরাত ও হিমাচলে বিজেপি বলেছে, তারা ক্ষমতায় টিকে গেলে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কমিটি করবে। এর আগে গয়াতেও তারা একই প্রতিশ্রুতি দিয়েছিল।
ওই বিধি চালু হলে দেশে কোনও ধর্মীয় গোষ্ঠীর পার্সোনাল ল বা ব্যক্তিগত আইন আর বলবৎ থাকবে না। যেমন এখন বিয়ের ন্যূনতম বয়স, বিবাহ বিচ্ছেদ ইত্যাদি নিয়ে একাধিক আইন ও বিধান রয়েছে। সরকারি নিয়ম হল, মেয়ের ১৮ এবং ছেলের ২১ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না। কিন্তু মুসলিম পার্সোনাল ল অনুযায়ী ১৫ বছরের পরই মেয়েদের বিয়ে সিদ্ধ। হালে বেশ কয়েকটি আদালত নাবালিকা বিয়ের মামলায় অভিযোগ খারিজ করে বিয়ে বৈধ ঘোষণা করেছে পার্সোনাল ল মেনে।
অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে সংখ্যালঘুদের এই পার্সোনাল ল'য়ের বিধান আর থাকবে না।
কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বলেন, বিজেপি ভোটের মুখে অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ করার কথা বলছে। অথচ, কেন্দ্রে ৮ বছর এবং হিমাচল ও গুজরাতে যথাক্রমে ৫ ও ২৭ বছর ক্ষমতায় আছে। এতদিন কিছু বলেনি।
কংগ্রেস নেতার বক্তব্য, বিষয়টি চাপিয়ে না দিয়ে সহমতের ভিত্তিতে এগোলে ভাল। কংগ্রেস আপত্তি করবে না।
যদিও বিজেপি অভিষেকের বক্তব্য খণ্ডন করে বলেছে, তিন তালাক নিষিদ্ধ করতে আইন করেছে নরেন্দ্র মোদীর সরকার। বিয়ের ন্যূনতম বয়স নতুন করে বেঁধে দিতে সংসদে বিল এনেছে। ওই বিল পাশ হলে বিয়ের বয়সের ক্ষেত্রেও ব্যক্তিগত আইন আর খাটবে না।
তবে, বিজেপির ঘোষণায় চালাকি দেখছেন এই কংগ্রেস নেতা। পেশায় আইনজীবী অভিষেকের কথায়, এটা রাজ্যে রাজ্যে পৃথকভাবে করা সম্ভব নয়। এর জন্য কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ করতে হবে। তিনি বলেন, 'এটা কি হতে পারে, হিমাচলে থাকলে অভিন্ন দেওয়ানি বিধি মানতে হবে, কিন্তু উত্তরাখণ্ডে গেলে বিধি উল্টে যাবে?'
অভিন্ন দেওয়ানি বিধি, অর্থাৎ এক দেশ এক নীতি প্রয়োগ বিজেপির হিন্দুত্বের এজেন্ডা হলেও কংগ্রেসের এতে জোরালো আপত্তি না করার কারণ বিগত কয়েক বছরে একাধিক হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এই ব্যাপারে সরকারকে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে। সংবিধানেও এই ব্যাপারে বলা আছে ,একটা সময়ের পর অভিন্ন দেওয়ানি বিধি বিলোপের বিষয়টি পর্যালোচনা করতে হবে।
তাছাড়া, এখন মুসলিম ও খ্রিস্টানদের একাংশের মধ্যেও অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে মত তৈরি হয়েছে।
মঙ্গলবার ওয়াজিরাবাদ থেকেই ফের শুরু হবে পদযাত্রা, কবে যোগ দেবেন ইমরান