শেষ আপডেট: 23rd October 2024 00:05
দ্য ওয়াল ব্যুরো: উপ নির্বাচনে বাম-কংগ্রেসের জোট যে হচ্ছে না তা স্পষ্ট হয়ে গিয়েছিল সোমবারই। হাত শিবিরকে বাদ দিয়েই সেদিন প্রার্থী তালিকা প্রকাশ করেছিলেন আলিমুদ্দিনের ম্যানেজাররা।
২৪ ঘণ্টার ব্যবধানে এবার বাংলার ৬ আসনে প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত করল কংগ্রেস। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলার পাশাপাশি পঞ্জাবের ৪ বিধানসভা আসনেও দলের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল।
আগামী ১৩ নভেম্বর ভোট রয়েছে সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং তালড্যাংড়া আসনে। গণনা হবে ২৩ নভেম্বর। ১টি বাদে বাকি ৫টি আসনই শাসকদলের দখলে।
কংগ্রেসের প্রকাশিত তালিকা অনুযায়ী, কোচবিহারের সিতাইয়ে হরিহর রায় সিং, আলিপুরদুয়ারের মাদারিহাটে (এসটি) বিকাশ চম্প্রমারি, উত্তর ২৪ পরগনার নৈহাটিতে পরেশনাথ সরকার, হাড়োয়ায় হাবিব রেজা চৌধুরী, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বিধানসভা আসনে শ্যামল ঘোষ, বাঁকুড়ার তালড্যাংরায় তুষারকান্তি সন্নিগ্রাহী কংগ্রেসের প্রতীকে লড়বেন।
শনিবারই সংশ্লিষ্ট ৬ টি আসনে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছিল বিজেপি। রবিবার দুপুরে তৃণমূলের তরফে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল। সোমবার বামেরাও তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে। তখনই স্পষ্ট হয়ে যায় বিধানসভা উপ নির্বাচনে জোট হচ্ছে না বাম-কংগ্রেসের।
তবে ৬টির মধ্যে ১টি করে আসন সিপিআইএম (লিবারেশন) এবং আইএসএফকে ছেড়েছে বামেরা। অর্থাৎ দীর্ঘদিন পর ভোটের ময়দানে এবারে মুখোমুখি দুই জোটসঙ্গী বাম-কংগ্রেস।